মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৫
শিরোনাম :

মাহে রমজান উপলক্ষে ইউপি চেয়ারম্যান জাহিদুল হাসান বাবুর শুভেচ্ছা

নজরুল ইসলাম খান আলীম::

বাকেরগঞ্জ উপজেলার ১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়ন বাসিকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু।পবিত্র এ মাসটি উপলক্ষে আজ মঙ্গলবারে দেওয়া এক বাণীতে তিনি তার ইউনিয়ন বাসিকে শুভেচ্ছা জানান।বাংলাদেশের আকাশে এদিন চাঁদ দেখা যাওয়ায় আগামী বুধবার থেকে রমজান মাস শুরু হচ্ছে। বাণীতে চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু বলেন, মাগফিরাত ও নাজাতের মাস রমজানুল মোবারক পরম করুণাময় আল্লাহতাআলার বিশেষ করুণা ও দয়া লাভের উত্তম সময়। কোরআন নাজিলের মাস হিসেবে রমজান অতি ফজিলত ও তাৎপর্যপূর্ণ।

মাহে রমজানের মধ্যে জাগতিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির বার্তা রয়েছে। এ মাসে ত্যাগ স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লার নৈকট্যলাভের সুযোগ হয়।বাণীতে তিনি আরও বলেন, আমি ইউনিয়ন বাসিকে রমজানের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে সব ধরনের অকল্যাণ পরিহার করে সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি-সম্প্রীতি-সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতার আহ্বান জানাই একইসাথে তিনি আরো জানান দেশের এই মহামারীর ক্রান্তিলগ্নে সরকারের দেওয়া লকডাউনকে শান্তিপূর্ণভাবে মেনে চলা সহ সকলকে সামাজিক দূরত্ব বজায়, মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার সহ জীবাণুনাশক স্প্রে ব্যবহার করার জন্য আহ্বান জানান।আসুন, আমরা জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি। মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র রমজানের শিক্ষা কার্যকর করার তৌফিক দান করুন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা