মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ ইং, দুপুর ১:০৪
শিরোনাম :
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে কম্বল বিতরণ মুলাদীর মনির হত্যা মামলা সিআইডির তদন্তে এবার ফারুক মৃধা গ্রেফতার এসএ টিভি’র বরিশাল ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ পেলেন-সাংবাদিক মুজিব ফয়সাল আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন এর কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন যারা একদিনে রাজস্ব কমলো ৩ লাখ টাকা: মেট্রোরেলের তারে আটকে গেলো ফানুস বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ভর্তি বিজ্ঞপত্তি-২০২৩ ট্রাকচাপায় নরসিংদীতে প্রাণ গেল ৪ জনের মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড বরিশালে, প্লাবিত নিম্নাঞ্চল বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথকে দলীয় পদ থেকে অব্যাহতি রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

করোনায় একদিনে এত মৃত্যু আগে দেখেনি মালয়েশিয়া

অনলাইন ডেস্ক::

মালয়েশিয়ায় করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মালয়েশিয়ায় মোট মারা গেছেন ২৬ জন। এর আগের দিন ২৫ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এ নিয়ে মালয়েশিয়ায় করোনা আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৬৮৩ জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৩৩ জন। এ নিয়ে মালয়েশিয়ায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৪০ হাজার ৬৭৭ জনে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত একদিনে সুস্থ হয়েছেন ৩ হাজার ২১১ জন আর মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ১ হাজার ৯৩৪ জন।

এদিকে গত ৭ মে থেকে ২০ মে পর্যন্ত রাজধানী কুয়ালালামপুর, তেরেংগানু রাজ্যের ১৪টি উপজেলা- কাম্পুং রাজা, লুবুক কাওয়াহ, পেলাগাত, তেনাং, কেলুয়াং, বুকিত কেনাক, কুবাং বেম্বান, জাবি, কেরান্দাং, পেংকালান নাংকা, পাসির আকার, তেম্বিলা, বুকিত পুতেরি, কুয়ালা বেসাত ও জোহর রাজ্যের ৩টি জেলা যেমন; জোহর বারু, কুলাই, কোতা টিঙ্গি, ক্লুয়াং এছাড়া পেরাক রাজ্যের তাইপিং, লারুত, মাতাং ও সেলামাতে লকডাউন ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকিতে লকডাউনে থাকা এলাকাগুলোকে গত সোমবার থেকে ইফতার ও রমজান বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। এই আদেশ জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এ ছাড়া ১০ মে থেকে ৬ জুন পর্যন্ত আন্তঃজেলা ও আন্তঃরাজ্য ভ্রমণের ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে সেনাবাহিনী। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট। করোনা থেকে বাঁচতে প্রবাসীদের বিধিনিষেধ মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা