শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৩
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা বাণী

 নিজস্ব প্রতিবেদক::
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে যখন মানুষগুলি এক নিদারুণ আতংকের মধ্যে দিন কাটছেন ঠিক তখনই যেন কানে বেজে উঠলো শিল্পীর কণ্ঠের সেই সংঙ্গীতটি “ও মোর রমযানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ”। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আনন্দময় দিন হলো পবিত্র ঈদুল ফিতর। সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে টেনে নেয়ার মধ্য দিয়েই ষেন ঈদের আনন্দ পূর্ণতা পায়। সৌহাদ্য, ভালোবাসা ও মিলনের মধ্য দিয়ে চন্দ্র রাত থেকেই শুরু হয় ঈদুল ফিতর।
কিন্তু এই প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারীর কারণে এবারও ঈদের আমেজটা অনেকটা সাবধানতার সাথেই করার আহবান জানাচ্ছি। সবাইকে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে সবাইকে নিরাপদে থেকে ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ুক। একমাস সিয়াম সাধনার মাধ্যমে আত্ম পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ। পুরো রমজান মাস আমরা রোযা রাখার মাধ্যমে যে সংযমের ও আত্মশুদ্ধি অনুশীলন করেছি, তা আমাদের জীবন চলার সব ক্ষেত্রে সীমা লঙ্ঘনের নেতিবাচক প্রবণতা থেকে রক্ষা করবে এমনটাই প্রত্যাশা। ইতোমধ্যে যারা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দোয়া করি আল্লাহ যেন তাদের পরিবারকে এই শোক সইবার শক্তি দেন। ঈদুল ফিতর যে আনন্দের বার্তা নিয়ে এসেছে, তার মর্মমূলে আছে শান্তি, শৃঙ্খলা, মমতা ও ভালোবাসা। পরস্পরের বন্ধুত্বপূর্ন প্রতিবশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ। ঈদুল ফিতরের আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে ভেদাভেদ ভূলে সমাজে এক কাতারে দাড়ানোর শিক্ষা।
আমাদের চাওয়া মহান আল্লাহ রাববুল আলামীন যেন আমাদেরকে বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস থেকে স্থায়ী ভাবে মুক্তিদান করেন। অন্যায়, অবিচার, ঘৃণা, হিংসা, হানাহানি মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে ঈদ এমনটিই সকলের প্রত্যাশা। সবার জীবনে ঈদ বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ শান্তি আর সমৃদ্ধি। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা