বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৫
শিরোনাম :
নেছারাবাদ সাগরকান্দার কুখ্যাত ডাকাত রুবেল খুলনায় আটক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তারের অবহেলায় নবজাতক মৃত্যুর অভিযোগ জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ‍্যে নেছারাবাদ উপজেলায় মতবিনিময় সভা বরিশালে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবসের কর্মসূচি প্রাণ বাঁচাতে বাংলাদেশে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আশ্রয় নিল ১৪ মিয়ানমার সেনা জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার দল বিএনপি: শেখ ফজলে শামস পরশ বিআইডব্লিউটিএ’র গুদামের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সার্ভিসের সাতটি ইউনিট অগ্রণী ব্যাংক ৯৭৫ তম রায়পুরা শাখার উদ্বোধন আসন্ন রায়পুরা পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডে মোঃ বাহাউদ্দীনকে কাউন্সিলর করতে চান “ওয়ার্ডবাসী”

বরিশালের ৫০টি ইউনিয়নে ভোটগ্রহণ আগামীকাল

বিশেষ প্রতিনিধি (বরিশাল)::

শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন গ্রহণ করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বরিশাল জেলায় ৫০টি ইউনিয়ন পরিষদে আগামীকাল সোমবার (২১ জুন) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন অফিস।
রোববার (২০ জুন) বেলা সাড়ে ১২টায় বরিশাল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে নির্বাচন সামগ্রী বুঝিয়ে দেওয়া হয়। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় এই সামগ্রী সংশ্লিস্ট ভোট কেন্দ্রগুলো নিয়ে যাওয়া হয়। সুষ্ঠু ভোটের প্রত্যাশা করেন প্রিজাইডিং কর্মকর্তারা।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন গ্রহণ করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বরিশাল জেলায় মোট ৫০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১৪টি ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। এই ১৪টি ইউনিয়নে সদস্য পদে ভোটগ্রহণ করা হবে। বাকী ৩৬ ইউনিয়নে অনুষ্ঠিত হবে চেয়ারম্যান এবং সদস্য পদে ভোটগ্রহণ।

জেলার ৯ উপজেলার ৫০ ইউনিয়নে কেন্দ্র ৪৭৪টি। মোট ভোটার ৯ লাখ ২০ হাজার ৪৬৩ জন। এর মধ্যে ৪ লাখ ৬৮ হাজার ১৩৩ জন পুরুষ এবং নারী ভোটার ৪ লাখ ৫২ হাজার ৩৩০ জন।
জেলার ৫০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ১৬০ জন। এর মধ্যে ১৪ জন বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। ১৫০টি মহিলা ওয়ার্ডে প্রার্থী ৫১৫ জন এবং ৫৪০টি সাধারণ সদস্য পদে প্রার্থী ১ হাজার ৬২৩ জন।
বরিশাল বিভাগের ৬ জেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ১৬৮টি ইউনিয়ন পরিষদে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা