সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৮
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

উইন্ডিজ সিরিজে ভারতীয় দল ঘোষণা

ডেক্স রিপোর্ট :   টোয়েন্টি, তিনটি ওয়ানেডে ও দু’টি টেস্ট ম্যাচ খেলবে বিশ্বকাপের সেমিতে ছিটকে যাওয়া দলটি।
বিশ্বকাপের পরপরই ভারতীয় মিডিয়ায় অধিনায় পরিবর্তনের গুঞ্জণ উঠলেও শেষ পর্যন্ত তিন ফরম্যাটেই অধিনায়ক হিসেবে থাকছেন বিরাট কোহলি। আরেক আলোচিত ক্রিকেটার মহেন্দ্র ধোনি থাকছেন না কোন স্কোয়াডেই। ধোনির বিকল্প হিসেবে ঋসভ পান্তকে তিন ফরম্যাটেই উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে রাখা হয়েছে।
এছাড়া নতুন মুখ হিসেবে দলে জায়গা করে নিয়েছেন ২৬ বছর বয়সী পেসার নবদীপ সাইনি। ডানহাতি এই পেসার টি-টোয়েন্টি আর ওয়ানডে স্কোয়াডে আছেন। পেসার ভুবনেশ্বর কুমার টি-টোয়েন্টি, ওয়ানডের স্কোয়াডে থাকলেও নেই টেস্টের স্কোয়াডে। অন্যদিকে শুধু টেস্টের স্কোয়াডে রাখা হয়েছে পেসার জসপ্রিত বুমরাহকে।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে ভারতের সফর। টেস্ট সিরিজ দিয়ে ক্যারিবিয়ান সফর শেষ করবে বিরাটবাহিনী।
টি-টোয়েন্টি স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শেখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়ার্স আইয়াার, মানিশ পান্ডে, ঋষব পান্ত (উইকেটরক্ষক), ক্রুনাল পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহর, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, দীপক চাহার, নবদীপ শাইনি।
ওয়ানডে স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শেখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়ার্স আইয়ার, মানিশ পান্ডে, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুগবেন্দ্র চাহাল, কেদার যাদব, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, নবদীপ শাইনি।
টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারি, রোহিত শর্মা, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, উমেশ যাদব।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা