বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৫
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

থাকছেনা ময়লার ভাগাড়, নির্মিত হবে শপিংমল ; মেয়র, সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক ::

নগরীর ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে বৃহৎ পরিকল্পনার উক্তি জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
নগরীর ময়লার ভাগাড় অন্যখানে স্থানান্তর করে ওইস্থানে বৃহৎ শপিংমল স্থাপন করার পরিকল্পনা সাধন হয়েছে। ওই শপিংমলে সিনেমা হলসহ বিনোদনের সব ব্যবস্থা রাখা হবে। ভাগাড়েরস্থানে সিটি সেন্টার নির্মিত হলে বরিশাল বিভাগের বিনোদন প্রিয় মানুষরা এসে আনন্দঘন সময় কাটাতে পারবেন বলেও আশা ব্যক্ত করেছেন সিটি মেয়র।

ময়লার ভাগাড় অঞ্চল পরিদর্শন করে সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ বলেছেন, ময়লার ভাগাড় ও তার আশপাশের বাসিন্দাদের আর বেশিদিন দুর্বিষহ জীবনযাপন করতে হবেনা। ইতোমধ্যে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ এলাকায় ময়লার ভাগাড় স্থানান্তরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ সাধন হয়েছে। এ ব্যাপারে ভারত সরকারের সাথে ইতোমধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী পুরো অর্থ ছাড় পাওয়া গেলে শায়েস্তাবাদে ময়লার ভাগাড় স্থাপন সাধন হবে।
শায়েস্তাবাদ এলাকার বাসিন্দাদের আশ্বস্ত করে সিটি মেয়র বলেন, ওই এলাকায় ভাগাড় স্থানান্তর হলেও সেখানে পরিবেশ বিপর্যয়ের কোনো আশঙ্কা থাকবে না। গার্ভেজ প্লান্ট স্থাপনের মাধ্যমে সব বর্জ্য রিসাইক্লিং সাধন হবে।
বর্তমান ভাগাড়ের প্রায় সাত একর জমিতে সিটি সেন্টার নির্মাণের পরিকল্পনার বিষয়ে সিটি মেয়র বলেন, এখানে দেশের সর্বাধুনিক সুবিধা সম্বলিত একটি শপিংমল নির্মাণের পরিকল্পনা রয়েছে। যেখানে মানুষ তাদের প্রয়োজনীয় কেনাকাটার পাশাপাশি বিনোদনের সবটুকু উপভোগ করতে পারবেন। পরিকল্পনা বাস্তবায়নে কেউ উৎসাহী থাকলে তাকে যোগাযোগের জন্যও মেয়র আহবান করেছেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা