শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০:০২
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বরিশালে অনুমোদন ছাড়াই হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রদান করে ৫ প্রতারক আটক

বিজলী ডেক্স:

বরিশালে প্রশিক্ষণ ও অনুমোদন ছাড়াই ভুয়া ডাক্তার পরিচয়ে সাধারণ মানুষের শরীরে হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রদান করায় ৫ প্রতারককে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। পাশাপাশি প্রতারকদের অফিস থেকে কিছু ভ্যাকসিনও উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১ আগষ্ট) দুপুরে নগরীর শের-ই বাংলা সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মূলহোতা আল-আমিন বাপ্পি, তার সহযোগী ইমতিয়াজ, সাব্বির, সম্পা ও রিম্পা।
ডিবি পুলিশ জানায়, প্রতিষ্ঠান প্রধান মো. আল আমিন বাপ্পি নিজেকে এমবিবিএস এবং বাকিরা ইন্টার্ন ডাক্তার পরিচয় দিয়ে মানবদেহে হেপাটাইটিস-বি ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়। চিকিৎসাশাস্ত্র না জেনে অতিরিক্ত ভ্যাকসিন ইতিমধ্যে ৬ শতাধিক মানুষের শরীরে প্রয়োগ করায় তাদের অনেকে এখন স্বাস্থ্যঝুঁকিতে আছেন। গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন মাহির নেতৃত্বে প্রতিষ্ঠানটিতে ডিবি পুলিশ।

এসআই মহিউদ্দিন জানান, প্রতিটি ভ্যাকসিন বাবদ বিপুল অর্থ নিয়ে এক একজনের শরীরে পুশ করে আসছিলে ৫ প্রতারক। রোববার বিকেলে সেখানে হানা দিয়ে প্রতিষ্ঠান প্রধান আল আমিন বাপ্পিসহ ইন্টার্ন চিকিৎসক পরিচয়দানকারী ঝালকাঠি সাব্বির, একই জেলার রাজাপুরের ইমতিয়াজ, বরিশাল নবগ্রাম রোডের রিম্পা আক্তার, এবং পিরোজপুরের স্বরুপকাঠির সম্পা আক্তারকে আটক করেন। পরে তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করে তাদের কেউ চিকিৎসক নয়, ভুয়া পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নিতে ছদ্মবেশ ধারণ করে। তদের মধ্যকার প্রতিষ্ঠান প্রধান নিজেকে আল আমিন এমবিবিএস চিকিৎসক পরিচয় দিলেও তিনি ঝালকাঠির একটি কলেজ থেকে মাত্র এইচএসসি পাশ করেন।

ডিবি পুলিশ জানায়, রাতভর জিজ্ঞাসাবাদ শেষে তাদের সাথে নিয়ে সোমবার সকালে প্রতিষ্ঠানটিতে সিভিল সার্জনের প্রতিনিধি একজন চিকিৎসকসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান সিঅ্যান্ডবি রোডের আলনূর নামের ওই প্রতিষ্ঠানটি তল্লাশি অভিযান করেন। এসময় হেপাটাইটিস-বি ভ্যাকসিনসহ বিভিন্ন বৈধ-অবৈধ ওষুধ উদ্ধার করাসহ প্রতিষ্ঠানটি সীলগালা করে দেন। পরে ভ্রাম্যমাণ আদালতে তুলে ভুয়া এমবিবিএস চিকিৎসক আল আমিনকে ৬ মাস এবং বাকি চারজনকে ১ মাস করে কারাদণ্ড দেন।

বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি/ডিবি) মনজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে।’

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা