শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:০৯
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মুলাদী বন্দরের পূর্ব বাজারের আইডিয়াল টেলিকমে টিনের চাল কেটে দুরধর্ষ চুরি সংঘঠিত

মুলাদী প্রতিনিধিঃ

মুলাদী বন্দরের পূর্ব বাজারের টিনের চাল কেটে আইডিয়াল টেলিকমে চুরি সংঘঠিত হয়েছে। দোকান মালিক আবু হানিফ বলেন প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ১০ টায় দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। রাতের কোনো এক সময় চোর চক্র দোকানের উপরে টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে, সিসি ক্যামেরার লাইন বিচ্ছিন্ন করে। পরে চোর চক্র দোকানে থাকা নগদ দুই লাখ ৬৫ হাজার টাকা ও বিভিন্ন মডেলের এন্ড্রোয়েড ৪২পিছ মোবাইল সেট যাহার মূল্য প্রায় ৬ লক্ষ টাকার বেশি চুরি করে নেয়। বুধবার সকালে তিনি দোকান খুলে মোবাইলের র‌্যাক, ক্যাশ বাক্স ভাঙা, উপরে টিনের চাল কাটা এবং মালপত্র ছড়ানো ছিটানো দেখতে পেয়ে মুলাদী থানায় সংবাদ দেন। এ ঘটনায় মুলাদী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, মুলাদী সার্কেল সিনিয়র এএসপি মতিউর রহমান, মুলাদী থানার অফিসার ইনচার্জ এস.এম মাকসুদুর রহমান, মুলাদী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুজ্জামান রবিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বন্দর ব্যবসায়ীদের ধারণা সংঘবদ্ধ কিশোর গ্যাং এর সঙ্গে জড়িত থাকতে পারে। মুলাদী বন্দরের বনশ্রী জুয়েলার্সের মালিক সুরেশ কর্মকার বলেন, ২০১৯ সালের ২ ডিসেম্বর বন্দরে দুর্র্ধষ ডাকাতির বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া বন্দরের মোল্লা টেলিকম, হিজলা-মুলাদী সংযোগ সেতুর পশ্চিম পাড়ে ৬টি দোকানে চুরি ঘটনায় কোনো ব্যবস্থা না নেওয়ায় চোরচক্র একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান চুরির রহস্য উদ্ঘাটন ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা