বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৬
শিরোনাম :
নেছারাবাদ সাগরকান্দার কুখ্যাত ডাকাত রুবেল খুলনায় আটক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তারের অবহেলায় নবজাতক মৃত্যুর অভিযোগ জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ‍্যে নেছারাবাদ উপজেলায় মতবিনিময় সভা বরিশালে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবসের কর্মসূচি প্রাণ বাঁচাতে বাংলাদেশে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আশ্রয় নিল ১৪ মিয়ানমার সেনা জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার দল বিএনপি: শেখ ফজলে শামস পরশ বিআইডব্লিউটিএ’র গুদামের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সার্ভিসের সাতটি ইউনিট অগ্রণী ব্যাংক ৯৭৫ তম রায়পুরা শাখার উদ্বোধন আসন্ন রায়পুরা পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডে মোঃ বাহাউদ্দীনকে কাউন্সিলর করতে চান “ওয়ার্ডবাসী”

মুলাদী বন্দরের পূর্ব বাজারের আইডিয়াল টেলিকমে টিনের চাল কেটে দুরধর্ষ চুরি সংঘঠিত

মুলাদী প্রতিনিধিঃ

মুলাদী বন্দরের পূর্ব বাজারের টিনের চাল কেটে আইডিয়াল টেলিকমে চুরি সংঘঠিত হয়েছে। দোকান মালিক আবু হানিফ বলেন প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ১০ টায় দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। রাতের কোনো এক সময় চোর চক্র দোকানের উপরে টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে, সিসি ক্যামেরার লাইন বিচ্ছিন্ন করে। পরে চোর চক্র দোকানে থাকা নগদ দুই লাখ ৬৫ হাজার টাকা ও বিভিন্ন মডেলের এন্ড্রোয়েড ৪২পিছ মোবাইল সেট যাহার মূল্য প্রায় ৬ লক্ষ টাকার বেশি চুরি করে নেয়। বুধবার সকালে তিনি দোকান খুলে মোবাইলের র‌্যাক, ক্যাশ বাক্স ভাঙা, উপরে টিনের চাল কাটা এবং মালপত্র ছড়ানো ছিটানো দেখতে পেয়ে মুলাদী থানায় সংবাদ দেন। এ ঘটনায় মুলাদী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, মুলাদী সার্কেল সিনিয়র এএসপি মতিউর রহমান, মুলাদী থানার অফিসার ইনচার্জ এস.এম মাকসুদুর রহমান, মুলাদী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুজ্জামান রবিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বন্দর ব্যবসায়ীদের ধারণা সংঘবদ্ধ কিশোর গ্যাং এর সঙ্গে জড়িত থাকতে পারে। মুলাদী বন্দরের বনশ্রী জুয়েলার্সের মালিক সুরেশ কর্মকার বলেন, ২০১৯ সালের ২ ডিসেম্বর বন্দরে দুর্র্ধষ ডাকাতির বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া বন্দরের মোল্লা টেলিকম, হিজলা-মুলাদী সংযোগ সেতুর পশ্চিম পাড়ে ৬টি দোকানে চুরি ঘটনায় কোনো ব্যবস্থা না নেওয়ায় চোরচক্র একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান চুরির রহস্য উদ্ঘাটন ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা