বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:১১
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুল আলম লিটন এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

রায়পুরা প্রতিনিধি :

বুধবার (১সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় রায়পুরা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের হলরুমে দোয়া মাহফিলে আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খাঁনের সভাপতিত্তে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. আজগর হোসেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাত হোসেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য মোছলেহ উদ্দিন বাচ্চু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, উপজেলা আ’লীগের সাহিত্য সংস্কৃতির সম্পাদক মহসিন খোন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়া, দপ্তর সম্পাদক সালেক আহামেদ পলাশ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক একেএম সেলিম, ক্রিড়া সম্পাদক জহির উদ্দিন নাসিম, বিশিষ্ট সমাজ সেবক কাজী আসাদুর রহমান মিলন, ছাত্রনেতা নূর আহমেদ চৌধুরী মানিক, মো. তারেক খান, মো. তৌফিকুল হক, প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য হারুনুর রশিদ, খন্দকার শাহনেওয়াজ, সদস্য ইমরান আহাম্মেদ মোল্লা, এম আজিজুল ইসলাম, বায়েজিদ আহাম্মেদ প্রমূখ। উপস্থিত বক্তাগন মাহবুবুল আলম লিটনের কর্মময় ভালো দিকগুলো আলোকপাত করেন। পরে এতিম ছাত্রদের সাথে নিয়ে দোয়া মাহফিলে তার দ্রুত সুস্হতা কামনায় মোনাজাত করা হয়েছে। মোনাজাত পরিচালনা করেন মেথিকান্দা ইকরা মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ আফফান আল জামি। উল্লেখ্য, গত সোমবার রাত পৌনে বারোটায় নরসিংদী জেলা সদর থেকে রায়পুরা বাড়ি ফেরার পথে মেথিকান্দা সংলগ্ন সেতুর নিকট মর্মান্তিক মোটরসাইকেল দূর্ঘনায় গুরুতর আহত হয়। বর্তমানে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা