রায়পুরা প্রতিনিধি :
বুধবার (১সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় রায়পুরা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের হলরুমে দোয়া মাহফিলে আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খাঁনের সভাপতিত্তে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. আজগর হোসেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাত হোসেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য মোছলেহ উদ্দিন বাচ্চু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, উপজেলা আ’লীগের সাহিত্য সংস্কৃতির সম্পাদক মহসিন খোন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়া, দপ্তর সম্পাদক সালেক আহামেদ পলাশ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক একেএম সেলিম, ক্রিড়া সম্পাদক জহির উদ্দিন নাসিম, বিশিষ্ট সমাজ সেবক কাজী আসাদুর রহমান মিলন, ছাত্রনেতা নূর আহমেদ চৌধুরী মানিক, মো. তারেক খান, মো. তৌফিকুল হক, প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য হারুনুর রশিদ, খন্দকার শাহনেওয়াজ, সদস্য ইমরান আহাম্মেদ মোল্লা, এম আজিজুল ইসলাম, বায়েজিদ আহাম্মেদ প্রমূখ। উপস্থিত বক্তাগন মাহবুবুল আলম লিটনের কর্মময় ভালো দিকগুলো আলোকপাত করেন। পরে এতিম ছাত্রদের সাথে নিয়ে দোয়া মাহফিলে তার দ্রুত সুস্হতা কামনায় মোনাজাত করা হয়েছে। মোনাজাত পরিচালনা করেন মেথিকান্দা ইকরা মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ আফফান আল জামি। উল্লেখ্য, গত সোমবার রাত পৌনে বারোটায় নরসিংদী জেলা সদর থেকে রায়পুরা বাড়ি ফেরার পথে মেথিকান্দা সংলগ্ন সেতুর নিকট মর্মান্তিক মোটরসাইকেল দূর্ঘনায় গুরুতর আহত হয়। বর্তমানে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।