বিজলী ডেস্ক::
মাদারীপুরে মাত্র ১৫ হাজার টাকা চাওয়ার জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ফালান বেপারী (৫৮) এবং অভিযুক্ত ছোট ভাইয়ের নাম কালাম বেপারী। নিহত ও অভিযুক্ত একই গ্রামের মৃত দলিল উদ্দিন বেপারীর ছেলে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ৬ মাস আগে ফালান বেপারী তার ছোট ভাই কালাম বেপারীকে ১৫ হাজার টাকা ধার দেয়। পরে একাধিকবার পাওনা টাকা ফেরত চাইলে টালবাহানা শুরু করে কালাম। বৃহস্পতিবার দুপুরে ফালান তার পাওনা টাকা পুনরায় ফেরত চাইলে ক্ষুব্ধ হয়ে ওঠে কালাম। প্রথমে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে কালাম কাঠের একটি লাঠি দিয়ে ফালানের মাথায় আঘাত করে বলে অভিযোগ পরিবারের।
পরে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে আসলে তাদেরও মারধরের অভিযোগ ওঠে কালামের বিরুদ্ধে। এদিকে গুরুতর অবস্থায় ফালানকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থল পরির্দশন করেছে কালকিনি থানা পুলিশের একাধিক টিম। এই ঘটনার তদন্ত শেষে সুষ্ঠু বিচার দাবি করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
নিহতের ছেলে সজিব বেপারী বলেন, আমার বাবার কাছ থেকে ১৫ হাজার টাকা ধার নেয় কালাম (চাচা)। পরে বিভিন্ন সময় টাকা ফেরত চাইলে তা নিয়ে ঘুরাতে থাকে। মূলত জমি কেনার জন্য এই টাকা ধার দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আমার বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এমনকি আমরা বাঁধা দিতে এলে আমাদেরও মারধর করা হয়। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
মাদারীপুরের কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল বলেন, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে গিয়ে বিষয়টি যাছাই-বাছাই করা হয়েছে। লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানায় পুলিশ। এদিকে ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।