রায়পুরা প্রতিনিধি (শফিকুল ইসলাম) :
নরসিংদীর আসন্ন রায়পুরা পৌরসভা নির্বাচনে পুনরায় মেয়র হিসেবে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করলেন পৌর জননন্দিত মেয়র মোঃ জামাল মোল্লা।প্রথম মেয়র নির্বাচিতে পর তৃতীয় শ্রেণী পৌরসভা থেকে দ্বিতীয় শ্রেণীতে বাস্তবায়ন করেন।এর ধারাবাহিকতায় পৌর প্রতিটি ওয়ার্ডে আর সি সি রাস্তা,ড্রেন,পানি সরবারাহ,টিটসেন্টপ্ল্যানের সংযোগ পাইপ,বাত্তি,সরকারী বরাদ্দ,নগর উন্নয়ন প্রকল্প,জনস্বাস্থ্য প্রকল্প ও এলজিইডিসহ সর্বমোট প্রায় ৭২ কোটি টাকার উন্নয়নমূলক কার্যকলাপ বাস্তবায়ন করেনএবং উল্লেখিত আলোচ্য বিষয় পৌরসভার একটি মাঠও উপহার দেন পৌরবাসীকে।তাছাড়া জননন্দিত সফল মেয়র গরীব-অসহায় ও সংখ্যালঘু হিন্দু মানুষে সুখেদুঃখে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন।জননন্দিত সফল মেয়র আরও বলেন আসন্ন পৌরসভার নির্বাচনে পুনরায় নির্বাচিত মেয়র হলে পৌরবাসীকে একটি পৌরসভার ভবন উপহার দিবে এবং একটি সুদর্শন আধুনিক মডেল পৌরসভা তৈরী করতে অসমাপ্তি কার্য সম্পাদান করতে চান।এছাড়াও জননন্দিত সফল মেয়র বৈশ্বিক করোনা এক মর্মান্তিক ভয়াবহতার সমগ্র দেশ যখন ধমকে দাড়িঁয়ে ঠিক তখন তার ব্যক্তিগতভাবে গরীব-অসহায় মানুষে পাশে আর্থিক সাহায্য -সহযোগীতা করেন।তাঁরই ধারাবাহিকতায় দীর্ঘমেয়াদী ও ব্যাপকভাবে অসহায় ও সর্বস্তরের মানুষের পাশে পুনরায় দাড়াঁনোর জন্য আসন্ন রায়পুরা পৌরসভার নির্বাচনে পুনরায় মেয়র হিসেবে আমাকে নির্বাচিত করার জন্য সকলের নিকট সহযোগীতা ও দোয়া কামনা করছি।