রায়পুরা প্রতিনিধি::
নরসিংদীর রায়পুরায় বাঁশগাড়ি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান রাতুল হাসান জাকির ও তার বন্ধু ফয়সাল আহমেদ সুমনকে দেশিয় অস্ত্র ও গুলি সহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪ রাউন্ড গুলি, ২টি বিদেশী ওয়ানশুটারগান ও একটি রামদা উদ্ধার করা হয়। গতকাল রোববার (২২ নভেম্বর) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোবিন্দ সরকার।পুলিশ জানায়, বাঁশগাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রাতুল হাসান জাকির ও তার বন্ধু ফয়সাল আহম্মেদ সুমনের বিরোদ্ধে রায়পুরা থানায় একাধিক হত্যা মামলা সহ ১০-১৫টি মামলা রয়েছে। এরই প্রেক্ষিতে রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি পুলিশ) তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।