মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:০১
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

রায়পুরায় মৌলভী বাজারে ৭ দোকান পুড়ল আগুনে

রায়পুরা প্রতিনিধি::

নরসিংদীর রায়পুরা পৌর এলাকার হাসিমপুর মৌলভীবাজারে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে অগ্নিকাল্ডের ঘটনা ঘটে। ওই সময় আগুনে সাতটি দোকান ভস্মীভূত যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে, ৯৯৯-এ কল পেয়ে রাত দেড়টার দিকে রায়পুরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে এক ঘণ্টা ৪০ মিনিটের চেষ্টায় রাত ৩টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রেণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

স্থানীয় ব্যবসায়ী রুবেল মিয়া জানান, গতরাতে দোকানেই ঘুমিয়ে ছিলাম। মধ্যরাতে হঠাৎ ঘুম ভাঙলে দেখতে পাই পাশের মাছের দোকানে আগুন জ্বলছে। পরে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে অন্য সব দোকানে। ওই সময় বাজারের মসজিদের ইমাম মাইকিং করে দোকানে আগুন লাগার সংবাদ ব্যবসায়ীদের জানান। পরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দিয়ে ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে আগুন নেভায়।

অগ্নিকাণ্ডের ঘটনায় পীযূষ পাল ও হোসেন মিয়ার মুদি দোকান, আবুল মিয়ার চালের দোকান, অনুকূলের মাছের দোকান, ইনফল মিয়ার হার্ডওয়্যার দোকান, রেহমান মিয়ার বস্তার দোকানসহ মোট সাতটি দোকান ভস্মীভূত হয়ে যায়।

পীযূষ পাল বলেন, মাইকে সংবাদ পেয়ে এসে দেখি আমার দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে। ওই সময় মুদি মালামালসহ নগদ অর্থ পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে এক লাখ ২০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে দাবি তার।

সবজি ব্যবসায়ী লিটন মিয়া জানান, আগুনে তার দোকানে ক্যাশ বক্সে থাকা নগদ অর্থ ও কাঁচা মালামাল পুড়ে গেছে।

রায়পুরা ফায়ার সার্ভিসের ইনচার্জ হেলাল উদ্দিন জানান, হাসিমপুর মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে ৯৯৯-এ এর কল পেয়ে রাত দেড়টায় সেখানে পৌঁছে ৩টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রেণে আনি। আগুনে ছোট-বড় মিলিয়ে ৭টি দোকান পুড়ে গেছে। এতে সাড়ে ৭ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বলে জানান তিনি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা