শফিকুল ইসলাম , রায়পুরা প্রতিনিধি :
নরসিংদী রায়পুরায় খরিপ ২০২১-২২ অর্থবছরে ২০২২-২৩ মৌসুমে প্রণোদনা আওতায় ১৯৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান এর উপস্থিতিতে ১০৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার হাতে তুলে দেন রায়পুরা উপজেলা নির্বাহি অফিসার মোঃ আজগর হোসেন।
এসময় কৃষকের মাঝে বিনামূল্যে ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি ও সাড়ে ৫ কেজি আমন ধানের বীজ হাতে তুলে দেওয়া হয়।