মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:৩৮
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

মুলাদীর মনির হত্যা মামলা সিআইডির তদন্তে এবার ফারুক মৃধা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক::
বরিশাল জেলার মুলাদীর উপজেলায় ২০২২ সনের গত ২৩ মে রাতে মনির হাওলাদার (৩২) নামের এক যুবককে চোখ উৎপাটনের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলা বরিশাল সিআইডি এর তদন্তে ভিন্ন দিকে মোড় নিয়েছে।
মনির হত্যার ঘটনায় ১১ জনকে আসামি করে দায়েলকৃত মুলাদী থানার হত্যা মামলাটি (মামলা নং-৮/২২,জিআর মামলা নং-৪৪/২২) সিআইডিতে (ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) হস্তান্তরের পর থেকেই রহস্য উন্মোচনে মাঠে নামে তদন্তকারি একটি দল। মামলার তদন্তকারি সিআইডি’র এসআই (উপ-পরিদর্শক) রুহুল আমিন এর নেতৃত্বে গত ৯ জানুয়ারি এজাহারবর্হিভূত আরও ফারুক মৃধা নামে ১জনকে গ্রেফতার করেন সিআইডি পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলেন মুলাদী থানাধীন চরকমিশনার গ্রামের মৃত আঃ মালেক মৃধা পূত্র মোঃ ফারুক মৃধা। সিআইডি পুলিশ জানান মামলা তদন্ত কালে ফারুক মৃধাকে ঢাকা রাজধানী থেকে ৯ই জানুয়ারি ২০২৩ইং গ্রেফতার করা হয় এবং আদালতের মাধ্যমে তাকে জেল হাজতের পাঠানো হয়।

অপদিকে মুলাদীর চাঞ্চল্যকর মনির হত্যা মামলা একের পর এক এজাহারবর্হিভূত আসামী গ্রেফতার হয়ার স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ফারুক মৃধা বিরুদ্বে ডাকাতি, গরু চোরা, টরাল চোরা সহ) অনেক মামলার আসামি উল্লেখিত ফারুক মৃধাকে গ্রেফতার হওয়ায় স্থানীয়রা মিষ্টি বিতরণ করার খবর ভাইরাল। এবং মনির হত্যা মামলায় যখন ১১জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। তখনই আমরা বুজতে পেরেছিলাম স্বার্থ হাসিলের জন্য একটা প্রভাবশালী মহল মামলাটি ভিন্ন দিকে প্রবাহিত করতে নিরাপরাধীদের ওই মামলায় আসামী করা হয়।

এদিকে মুলাদীর চাঞ্চল্যকর মনির হত্যা: ২০২২সনে মামলাটি তদন্তে সিআইডি আসে। চাঞ্চল্যকর মনির হত্যা মামলা তদন্ত শুরু করেন সিআইডি পুলিশ। ১১ নভেম্বর, ২০২২ ইং পত্র -পত্রিকায় প্রকাশ করেন মামলার তদন্তকারি সিআইডি’র এসআই(উপ-পরিদর্শক) রুহুল আমিন এর নেতৃত্বে গত ৬ নভেম্বর ২০২২ ইং এজাহারবর্হিভূত ২জনকে গ্রেফতার করে ওই মামলায় আদালতে সোপর্দ করলে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, বাবুগঞ্জ থানাধীন সাদেক খাঁ গ্রামের মোশারফ হাওলাদারের ছেলে মীরগঞ্জ ফেরিঘাটের কাউন্টার ব্যবসায়ী রাজিব হাওলাদার(৩২) ও মুলাদী থানাধীন চরকমিশনার গ্রামের মৃত কদম আলী ব্যাপারির পূত্র শাহ জাহান বেপারি (৫৯)। দুইজন গ্রেফতার হওয়ায় স্থানীয়রা মিষ্টি বিতরণ খবর সোনা যায় তখন।গত ১৩ নভেম্বর ২০২২ ইং মনির হত্যা মামলায় সিঅইডির হাতে আটক রাজিব হাওলাদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ১৩ নভেম্বর, রবিবার দূপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শুনানি শেষে এই আদেশ দেন। এদিকে আদালতের আদেশ পাওয়া পর মামলার তদন্তকারী কর্মকর্তা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসআই মো. রুহুল আমিন বলেন, আদালতের আদেশ ও তাদের তদন্তে মনির হত্যার রহস্য উন্মোচন হবে। সিআইডি পুলিশ জানান মনির হাওলাদারকে জবাই করে হত্যার ঠিক ৫ মাস ১৩ দিনের মাথায় গ্রেফতার করা হয়েছে রাজীব হাওলাদার ও শাজাহান বেপারীকে।

মামলা তদন্ত এখনো চলমান মামলাটি শট জট খুলতে তদন্ত করছেন সিআইডি পুলিশ।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা