মুলাদী প্রতিনিধিঃ
বরিশাল জেলা পুলিশ সুপার বিপিএম(বার) মোঃ সাইফুল ইসলাম মুলাদী সহ ১০টি থানার অফিসার ইনচার্জদের এক সাথে করোনায় ভাইরাসের প্রতিরোধ বিষয়ে দিক নিদের্শনা মুলক আলোচনা করেছেন। গতকাল ২০ এপিল সোমবার সকাল ১০ টাকা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ভিডিও কনফারেন্স এর পরে মুলাদী থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ উদ্দিন মৃধা রোল কলের মাধ্যমে সকল পুলিশ অফিসার ও ফোর্সদের নিয়ে ভিডিও কনফারেন্সের আলোচনার বিষয় তুলে ধরেন এবং করোনা ভাইরাস প্রতিরোধে করনিয়-বর্জনীয় বিষয় সহ অফিসার ও ফোর্সদের সুরক্ষা এবং জনসাধারণের সুরক্ষা নিশ্চিত করে নিরাপদ দুরুত্ব বজায় রেখে দায়িত্ব পালনের জন্য বরিশাল জেলা পুলিশ সুপার মহোদয় এর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছেন।