শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৬
শিরোনাম :
বিয়ের পরিচয় গোপন করে প্রেমের ফাঁদে ফেলে মেয়েদের সর্বনাশ করাই একমাত্র নেশা! সাংবাদিক খান তুহিনকে মারধরের ঘটনায় বিএনপি নেতা ও পুলিশ কনস্টেবল’র বিরুদ্ধে মামলা উজানের ঢলে তিস্তার পানি বাড়তে শুরু করেছে বরিশাল বিআরটিসি বাস ডিপোর সাবেক ম্যানেজারের ব্যপক দুর্নীতি ও অনিয়ম ১৮ সেপ্টেম্বর থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারে যা যা করতে পারবে সেনাবাহিনী হঠাৎ রাজধানীর আগারগাঁও-মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ মীরগঞ্জ ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রনী ; জরিমানা অর্ধলাখ টাকা অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের আকাঙ্ক্ষা আকাশচুম্বী: শহীদদের স্মরণসভায় মির্জা ফখরুল আজ (১৫ সেপ্টেম্বর) বিকেল থেকে কমতে পারে বৃষ্টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৮৭৫- আহত ৩০ হাজারের বেশি: এইচআরএসএস

হিজলায় গৃহবধুকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৬

বিজলী ডেক্স:

বরিশালের হিজলা উপজেলায়   গৌরব্দী ইউনিয়নে ৯নং ওয়ার্ড কাকুরিয়া গ্রামের মোঃ আলী হোসেনের স্ত্রী -রাজিয়া বেগম (৩৫) কে ৩০-০৫-২০২০ ইং গভীর রাতে ৮/১০ জন লোক এসে জোরপূর্বক পাঁচজনে গণধর্ষণ করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে এবং থানায় অবহিত করা হলে দুলখোলা ফাড়ী কর্মরত এস আই পরের দিন ঘটনাস্থলে এসে ছয় জনকে গ্রেপ্তার করে। ওখানে গ্রেপ্তার করা হয়, মনির বেপারী (১৮) পিতাঃ মোস্তফা বেপারী, সুমন রাড়ী( ২০)পিতা রমিজ রাড়ী,আল আমিন (১৭)পিতাঃ কাঁদির আখন,আনিছ (২৪),জাকির দেওয়ান, পিতা:কাঞ্চন দেওয়ান, বাকের জমাদ্দার (২৫)পিতা: আহমদ জমাদ্দার। রাতে আমাদের সংবাদদাতা দুলখোলা ফাঁড়ির কর্মরত এস আই বাশার সাহেব কে মুঠোফোনে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, সেখান থেকে ৬ জন গ্রেপ্তার করা হয় কিন্তু কতটুকু সত্য তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে গ্রেফতারকৃত ব্যক্তিদের কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনাটির তদন্ত চলছে। ঘটনা সত্যি হলে মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে হিজলা থানায় মামলা টি প্রক্রিয়া দিন অবস্থায় আছে। বিশ্বস্থ সূত্রে জানা গেছে রাজিয়া বেগম  বাড়ীতে চিকিৎধীন রয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা