মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৯
শিরোনাম :
চট্টগ্রামে রাতে নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৫ জাহাজের মধ্যে মরদেহ- হাসপাতালে মারা গেলেন আরও ২ জন ঢাকায় এডিস মশাবাহিত জিকা ভাইরাসের রোগী শনাক্ত মিয়ানমারের আরও এক গুরুত্বপূর্ণ শহরের দখল নিলো বিদ্রোহী গোষ্ঠী দেশে ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু- শনাক্ত আরও ১০৭৯ ফারুকীরা কীভাবে উপদেষ্টা পরিষদে আসেন? প্রশ্ন করলেন সারজিস মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ সফল সিরাজগঞ্জের দুই তরুন পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসায় উদ্বিগ্ন ভারত দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হলো “সিরাজগঞ্জ এক্সপ্রেস” ট্রেন গাজীপুরে ধুমপানমুক্ত বাংলাদেশ চাই সোসাইটির কমিটি ঘোষনা

হিজলায় গৃহবধুকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৬

বিজলী ডেক্স:

বরিশালের হিজলা উপজেলায়   গৌরব্দী ইউনিয়নে ৯নং ওয়ার্ড কাকুরিয়া গ্রামের মোঃ আলী হোসেনের স্ত্রী -রাজিয়া বেগম (৩৫) কে ৩০-০৫-২০২০ ইং গভীর রাতে ৮/১০ জন লোক এসে জোরপূর্বক পাঁচজনে গণধর্ষণ করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে এবং থানায় অবহিত করা হলে দুলখোলা ফাড়ী কর্মরত এস আই পরের দিন ঘটনাস্থলে এসে ছয় জনকে গ্রেপ্তার করে। ওখানে গ্রেপ্তার করা হয়, মনির বেপারী (১৮) পিতাঃ মোস্তফা বেপারী, সুমন রাড়ী( ২০)পিতা রমিজ রাড়ী,আল আমিন (১৭)পিতাঃ কাঁদির আখন,আনিছ (২৪),জাকির দেওয়ান, পিতা:কাঞ্চন দেওয়ান, বাকের জমাদ্দার (২৫)পিতা: আহমদ জমাদ্দার। রাতে আমাদের সংবাদদাতা দুলখোলা ফাঁড়ির কর্মরত এস আই বাশার সাহেব কে মুঠোফোনে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, সেখান থেকে ৬ জন গ্রেপ্তার করা হয় কিন্তু কতটুকু সত্য তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে গ্রেফতারকৃত ব্যক্তিদের কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনাটির তদন্ত চলছে। ঘটনা সত্যি হলে মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে হিজলা থানায় মামলা টি প্রক্রিয়া দিন অবস্থায় আছে। বিশ্বস্থ সূত্রে জানা গেছে রাজিয়া বেগম  বাড়ীতে চিকিৎধীন রয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা