মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২২
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বানভাসি মানুষের পাশে দাঁড়ানো ঈমানী দায়িত্ব: ইসলামী শ্রমিক আন্দোলন

বিশেষ প্রতিনিধি:

দেশের প্রত্যন্ত অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন। আজ শুক্রবার স্থায়ী কমিটির সভায় ইসলামী শ্রমিক আন্দোলন এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ আহবান জানান। নেতৃবৃন্দ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও মানবিক দায়িত্ব। সে দৃষ্টিকোণ থেকে সংগঠনের নেতাকর্মী, সমাজের বিত্তবান এবং সাহায্য সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। একদিকে করোনা বিপর্যয়ে জনজীবন বিপর্যস্ত, অন্যদিকে বন্যায় মানুষের জীবনকে আরো দুর্বিষহ করে তুলেছে। এমতাবস্থায় যার যার অবস্থান থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও ঈমানি দায়িত্ব।
ইসলামী শ্রমিক আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুহাম্মদ আশরাফ আলী আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমানের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ আব্দুর রহমান, সহ-সভাপতি আলহাজ জান্নাতুল ইসলাম, সহ-সভাপতি ড. বেলাল নুর আজিজী, সহ-সভাপতি খলিলুর রহমান, সহ-সভাপতি হারুন অর রশিদ, সহ-সভাপতি, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহ-সভাপতি অধ্যাপক ডা. নাসির উদ্দিন, সহ-সভাপতি, আমিরুজ্জামান পিয়েল প্রমূখ
সভায় দেশের বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং বানভাসি মানুষের পাশে দাড়ানোর নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়াও বৈশ্বিক করোনা পরিস্থিতিতে কর্মহীন ও অসহায় শ্রমিকদের জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতার দাবি জানানো হয়। সেইসাথে গার্মেন্টস শ্রমিকসহ যারা বেতনভাতার জন্য আন্দোলন করছে তাদের সকল দাবি মেনে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা