সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৮
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

বানভাসি মানুষের পাশে দাঁড়ানো ঈমানী দায়িত্ব: ইসলামী শ্রমিক আন্দোলন

বিশেষ প্রতিনিধি:

দেশের প্রত্যন্ত অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন। আজ শুক্রবার স্থায়ী কমিটির সভায় ইসলামী শ্রমিক আন্দোলন এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ আহবান জানান। নেতৃবৃন্দ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও মানবিক দায়িত্ব। সে দৃষ্টিকোণ থেকে সংগঠনের নেতাকর্মী, সমাজের বিত্তবান এবং সাহায্য সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। একদিকে করোনা বিপর্যয়ে জনজীবন বিপর্যস্ত, অন্যদিকে বন্যায় মানুষের জীবনকে আরো দুর্বিষহ করে তুলেছে। এমতাবস্থায় যার যার অবস্থান থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও ঈমানি দায়িত্ব।
ইসলামী শ্রমিক আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুহাম্মদ আশরাফ আলী আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমানের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ আব্দুর রহমান, সহ-সভাপতি আলহাজ জান্নাতুল ইসলাম, সহ-সভাপতি ড. বেলাল নুর আজিজী, সহ-সভাপতি খলিলুর রহমান, সহ-সভাপতি হারুন অর রশিদ, সহ-সভাপতি, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহ-সভাপতি অধ্যাপক ডা. নাসির উদ্দিন, সহ-সভাপতি, আমিরুজ্জামান পিয়েল প্রমূখ
সভায় দেশের বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং বানভাসি মানুষের পাশে দাড়ানোর নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়াও বৈশ্বিক করোনা পরিস্থিতিতে কর্মহীন ও অসহায় শ্রমিকদের জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতার দাবি জানানো হয়। সেইসাথে গার্মেন্টস শ্রমিকসহ যারা বেতনভাতার জন্য আন্দোলন করছে তাদের সকল দাবি মেনে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা