ময়মনসিংহ প্রতিনিধি ::
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে যেভাবে গড়ে তোলার স্বপ্ন দেখতেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ঠিক সেই স্বপ্নকে সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন। আমাদের জিডিপি, গড় আয়ু, দৃশ্যমান উন্নয়ন- এই সবকিছু বঙ্গবন্ধুরই স্বপ্ন ছিল।
মঙ্গলবার বিকালে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু-নীলদলের উদ্যোগে ‘মুজিব জন্মশতবর্ষে বিজয় দিবস: সাম্প্রতিক ভাবনা’ শীর্ষক অনলাইন আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এদেশের গরীব দুঃখী মানুষের পাশে থেকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে এগিয়ে যাচ্ছেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নীলদলের সহসভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব ও নীল দলের সাংগঠনিক সম্পাদক আল জাবেরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের ডীন প্রফেসর ড. নজরুল ইসলাম, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সুব্রত কুমার দে, বাংলা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মাহাবুব হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহজাদা আহসান হাবীব, বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্টার কৃষিবিদ ড. হুমায়ুন কবির প্রমুখ।