স্পোর্টস ডেস্ক::
অস্ট্রেলিয়ার ব্রিসবেনের গ্যাবায় শুক্রবার (১৫ জানুয়ারি) শুরু হয়েছে বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ও শেষ টেস্ট ম্যাচ। আর এ ম্যাচে ভারতীয় দলে অভিষেক হয়েছে বাঁহাতি পেসার থাঙ্গারাসুই নাটরাজন ও ডানহাতি অফস্পিনার ওয়াশিংটন সুন্দরের। ফলে চলতি সিরিজেই ভারতের মোট খেলোয়াড়ের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। অর্থাৎ চার ম্যাচে ভিন্ন ভিন্ন ২০ খেলোয়াড়কে মাঠে নামিয়েছে সফরকারী দল ভারত। যা কিনা টেস্ট ইতিহাসে রেকর্ড।
সফররত অবস্থায় টেস্ট সিরিজে এর আগে কোন দেশ ২০ জন ভিন্ন ক্রিকেটারকে মাঠে নামায়নি। তবে, এবার একের পর এক ইনজুরির কারণে ২০ খেলোয়াড়কে মাঠে নামিয়েছে ভারত। আর তাতেই হয়ে গেছে রেকর্ড।
চলতি সিরিজটিতে ভারতের মাত্র দু’জন খেলোয়াড় চারটি টেস্টই খেলেছেন। তারা হলেন- অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পুজারা। এছাড়া বাকি ১৮ জন অন্তত এক ম্যাচের জন্য হলেও দল থেকে বাদ পড়েছেন কিংবা ইনজুরিতে ছিটকে গেছেন। আর নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি গেছেন ছুটিতে।
এতদিন ধরে এ রেকর্ডটি ছিল ইংল্যান্ডের। তারা ২০১৩-১৪ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া অ্যাশেজ সিরিজের পাঁচ ম্যাচে মোট ১৮ জনকে খেলিয়েছিল ইংল্যান্ড।
প্রথম টেস্টে ভারত একাদশ: পৃথ্বি শ, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, হানুমা বিহারি, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ শামি।
দ্বিতীয় টেস্টে ভারত একাদশ (নতুন চার জন): শুবমান গিল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), রিশাভ পান্ত, হানুমা বিহারি, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।
তৃতীয় টেস্টে ভারত একাদশ (নতুন দুইজন): শুবমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), রিশাভ পান্ত, হানুমা বিহারি, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, নবদ্বীপ সাইনি, জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।
চতুর্থ টেস্টে ভারত একাদশ (নতুন তিনজন): শুবমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), রিশাভ পান্ত, মায়াঙ্ক আগারওয়াল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, নবদ্বীপ সাইনি, থাঙ্গারাসুই নাটরাজন এবং মোহাম্মদ সিরাজ।