রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৮:২৬
শিরোনাম :
নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী ৯ দিন মাঠে থাকবে ; স্বরাষ্ট্র উপদেষ্টা মাদারীপুরে জেলা প্রশাসক (ডিসি) দায়িত্বে জাহাঙ্গীর আলম সুদের টাকা চাইতে গিয়ে পটুয়াখালীতে যুবক খুন শনিবার সকাল ৬টার দিকে মহাসড়কে দাঁড়িয়ে থাকা মিনিবাসে আগুন শনিবার সকালে ঢাকায় তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপির নেতারা জুলাই-আগস্ট আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর নভেম্বরের শেষ দিকে দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ বন বিভাগের ফরেস্টার সুলতানুল আলম চৌধুরী কারাগারে দেশের সংস্কারপ্রক্রিয়ার জুলাই সনদ বাস্তবায়নে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত: আইন উপদেষ্টা

ওয়ানডেতে বাংলাদেশে শীর্ষে মুশফিক

অনলাইন ডেস্ক::

মাশরাফীকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার তালিকার শীর্ষে এখন মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি ছিল মুশফিকের ২১৯তম ম্যাচ। সে ম্যাচেই দেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ডটা নিজের করে নিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। দ্বিতীয় ওয়ানডেটি তার ক্যারিয়ারের ২২০তম ম্যাচ।

মুশফিকের পর সর্বোচ্চ ওয়ানডে খেলার তালিকায় আছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদরা।

মাশরাফী বিন মোর্ত্তজা দেশের জার্সিতে খেলেছেন ২১৮টি ম্যাচ। এছাড়া এশিয়া একাদশ এবং আফ্রিকা একাদশের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিলেন মাশরাফী। সবমিলিয়ে ২২০টি ম্যাচ খেলেছেন সাবেক এই অধিনায়ক। তবে দেশের হয়ে খেলা ২১৮ ম্যাচের রেকর্ডে ইতোমধ্যে ম্যাশকে ছাড়িয়ে গেছেন মুশফিক।

এদিকে, উইকেটরক্ষক হিসেবেও দেশের হয়ে সবচেয়ে বেশি ডিসমিসাল মুশফিকের। ২০৬ ইনিংসে ১৮২টি ক্যাচ আর ৪৬টি স্ট্যাম্পিং করেছেন তিনি।

২০০৬ সালের আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মুশির।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা