অনলাইন ডেস্ক::
মাশরাফীকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার তালিকার শীর্ষে এখন মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি ছিল মুশফিকের ২১৯তম ম্যাচ। সে ম্যাচেই দেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ডটা নিজের করে নিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। দ্বিতীয় ওয়ানডেটি তার ক্যারিয়ারের ২২০তম ম্যাচ।
মুশফিকের পর সর্বোচ্চ ওয়ানডে খেলার তালিকায় আছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদরা।
মাশরাফী বিন মোর্ত্তজা দেশের জার্সিতে খেলেছেন ২১৮টি ম্যাচ। এছাড়া এশিয়া একাদশ এবং আফ্রিকা একাদশের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিলেন মাশরাফী। সবমিলিয়ে ২২০টি ম্যাচ খেলেছেন সাবেক এই অধিনায়ক। তবে দেশের হয়ে খেলা ২১৮ ম্যাচের রেকর্ডে ইতোমধ্যে ম্যাশকে ছাড়িয়ে গেছেন মুশফিক।
এদিকে, উইকেটরক্ষক হিসেবেও দেশের হয়ে সবচেয়ে বেশি ডিসমিসাল মুশফিকের। ২০৬ ইনিংসে ১৮২টি ক্যাচ আর ৪৬টি স্ট্যাম্পিং করেছেন তিনি।
২০০৬ সালের আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মুশির।