অনলাইন ডেস্ক::
আগের ম্যাচে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে ৬ রানের জন্য ফিফটি মিস করেন তামিম ইকবাল। শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে ফিফটির পর ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন জাতীয় দলের এ অধিনায়ক। তার আগে ৭৬ বলে তিন চার ও এক ছক্কায় ৫০ রান করেন দেশসেরা এ ওপেনার।
ওয়েস্ট ইন্ডিজ তরুণদের গড়া দলের বিপক্ষেই করুণ অবস্থা লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর।
জাতীয় দলের ওপেনার লিটন দুই ম্যাচে দুই ম্যাচের অভিজ্ঞ আকিল হোসেনের বলে বিভ্রান্ত। তিনে ব্যাটিংয়ে নামা শান্তরও একই অবস্থা। প্রথম ম্যাচে ১ রানে আউট হওয়া শান্ত শুক্রবার ফেরেন মাত্র ১৭ রানে।
আগের ম্যাচে আকিল হোসেনের স্পিনের শিকার হওয়া শান্ত শুক্রবার ফেরেন জেসন মোহাম্মদের অফ স্পিনে।
জাতীয় দলের এই টপঅর্ডার দুই ব্যাটসম্যানের স্পিন দুর্বলতা প্রকাশ পেয়েছে ক্যারিবীয় সিরিজে।
শুক্রবার আগে ব্যাট করে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ১৪৮ রানে অলআউট উইন্ডিজ।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৩০ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন লিটন (২২)। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে দলীয় ৭৭ রানে আউট নাজমুল হোসেন শান্ত। সাজঘরে ফেরার আগে ২৬ বলে করেন ১৭ রান।