অনলাইন ডেস্ক::
একদিনে ১৫ উইকেটের পতন দেখলো চেন্নাই। শেষ দিনে জয়ের সম্ভাবনা আছে দু’দলেরই। তবে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থান ইংল্যান্ডের। ৪২০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারত দিন শেষ করেছে ১ উইকেটে ৩৯ রান নিয়ে। এর আগে প্রথম ইনিংসে ৩৩৭ রানে অলআউট হয় ভারত। প্রতিপক্ষকে ফলোঅন না করিয়ে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস থামে ১৭৮ রানে।
৬ উইকেটে ২৫৭ রান নিয়ে ৪র্থ দিনে ব্যাটিং শুরু করে ভারত। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান অশ্বিন ও সুন্দরের জুটি ভাঙেন লিচ। দলীয় ৩০৫ রানে অশ্বিন আউট হবার পর, ফিফটি তুলে লড়াই চালিয়ে যেতে থাকেন ওয়াশিংটন সুন্দর। তবে তাকে আর কেউ সঙ্গ দিতে পারেননি। ফলে ভারত অলআউট হয় ৩৩৭ রানে।
বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। কিন্তু অশ্বিনের ঘূর্ণিতে দিশেহারা হয়ে যায় থ্রি লায়নরা। যার জন্য বড় জুটিও গড়তে পারেনি তারা। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকানো অধিনায়ক জো রুট, দ্বিতীয় ইনিংসে করেন সর্বোচ্চ ৪০ রান। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অলআউট হয় ১৭৮ রানে। ভারতের হয়ে ৬১ রানে ৬ উইকেট নেন অশ্বিন।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে জ্যাক লিচের বলে দলীয় ২৫ রানে রোহিত শর্মার উইকেট হারায় ভারত। দিনের বাকি সময়টুকু পার করে দেন শুভমান গিল ও চেতেশ্বর পুজারা।