বুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫২
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

স্পিনে বিধ্বস্ত ইংলিশরা, হারল বড় ব্যবধানে

   অনলাইন ডেস্ক::

ইংলিশদের বিধ্বস্ত করে ছেড়েছে ভারত। ভারতীয় স্পিনারদের কাছে পরাস্ত হয়ে বিশাল ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। চেন্নাই টেস্টের তৃতীয় দিনেই স্পষ্ট হচ্ছিল এই ম্যাচটা অনায়াসে জিততে যাচ্ছে ভারত। তবে মাত্র সাড়ে তিন দিনের মাথায় গুটিয়ে যাবে এই টেস্ট তা হয়তো কেউ কল্পনা‌ই করেনি। সিরিজের দ্বিতীয় টেস্টে সফরকারী ইংল্যান্ডকে ৩১৭ রানে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা এনেছে ভারত। ৪৮২ রান তাড়া করতে নেমে ইংলিশরা দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে মাত্র ১৬৪ রানে।

এই ম্যাচ জিতে চার ম্যাচ টেস্ট সিরিজে ১-১’এ সমতা এনেছে ভারত।

বিশাল টার্গেট তাড়ায় নেমে সোমবার (১৫ ফেব্রুয়ারি) ৩ উইকেটে ৫৩ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল ইংল্যান্ড। তৃতীয় দিনে অক্ষর প্যাটেল একাই ধসিয়ে দেন ইংলিশদের বাকি ব্যাটিং লাইনআপ। তরুণ এই বোলারের স্পিন ঘূর্ণিতে পরাস্ত হয়েছেন ইংলিশ ব্যাটসম্যানরা। ইংলিশদের হয়ে তেমন কোন ব্যাটসম্যানই উইকেটে থিতু হতে পারেননি। ব্যাটিং ঝড় তুলে ১৮ বলে সর্বোচ্চ ৪৩ রান এসেছে মঈন আলীর ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক জো রুট করেন ৩৩ রান।

ভারতীয় স্পিনার প্যাটেল নিয়েছেন ৬০ রানে ৫ উইকেট। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া এবং দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরিয়ান রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন ৫৩ রানে ৩ উইকেট। এছাড়া কুলদীপ নিয়েছেন ২টি।

প্রথম টেস্টে ২২৭ রানে ভারতকে হারিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে দারুণ প্রতিশোধ নিলো বিরাট কোহলি বাহিনী।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা