বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:১২
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিউজিল্যান্ড সফরে ভালো করা সম্ভব: মিরাজ

অনলাইন ডেস্ক::

ওশেনিয়া সফরে এর আগে কখনই কোন ম্যাচ জেতেনি বাংলাদেশ। সব ফরম্যাটেই ভরাডুবি ভাবাচ্ছে দলকে। তবে, উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে, নিউজিল্যান্ডে ভালো করা সম্ভব বলে জানালেন মেহেদী হাসান মিরাজ। এদিকে সাকিব না থাকায় বাড়তি চাপ থাকলেও, তা উৎরানো কষ্টকর হবে না বলেই মত এ অলরাউন্ডারের।

বাবা হওয়ার পর প্রথম সিরিজেই বাজিমাত করেছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটে বলে শাসন করেছেন ক্যারিবীয়দের। টেস্টের ফল নিয়ে আক্ষেপ থাকলেও, ওয়ানডে সিরিজের পারফরম্যান্স স্বপ্ন দেখাচ্ছে মিরাজকে।

তবে বাস্তবতা জানা আছে এ অলরাউন্ডারের। তাসমান সাগর পাড়ে, দ্বিপাক্ষিক সিরিজে এর আগে কখনই কোন ম্যাচ জেতেনি বাংলাদেশ। হারগুলোও ছিলো বড় ব্যবধানের। তাই আশার বেলুন ফোলালেও, তাকে রাখলেন সীমার মধ্যে।

চ্যালেঞ্জ আছে, থাকবে সেটাই স্বাভাবিক। আবহাওয়া-কন্ডিশনের কারণে তার মাত্রাটা বাড়বে এটাও অনুমেয়। তবে, নিজেদেরকে একেবারে ফেলে দিতে চাইলেন না মিরাজ। জানালেন, পারফরম্যান্সের ধারাবাহিকতা থাকলে সম্ভব ভালো কিছু।

বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বললেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রঙিন পোশাকে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। ব্যাটিং বোলিং খুব ভালো হয়েছে। ধারাবাহকতা ধরে রাখতে পারলে বিরুদ্ধ কন্ডিশনেও ভালো করা সম্ভব।

নিউজিল্যান্ডে বাংলাদেশের সেরা পারফরমার সাকিব আল হাসান। অথচ তাকে ছাড়াই চ্যালেঞ্জটা নিতে হচ্ছে টাইগারদের। এ কারণে চাপের মাত্রা বেশি থাকলেও, সেটা নিয়ে পড়ে থাকতে রাজি নয় মিরাজ।

মেহেদী হাসান মিরাজ বললেন,সাকিব ভাই না থাকাতে অবশ্যই আমরা কিছুটা ব্যাকফুটে থাকবো। তবে, সেটা নিয়ে ভেবে লাভ নেই। দলে আমার যা দায়িত্ব তা শতভাগ করতে চাই। অন্যরাও এভাবে ভাবলে জয় অসম্ভব নয়।

দেড় মাসের নিউজিল্যান্ড সফরে সমান তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

 

 

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা