অনলাইন ডেস্ক::
কক্সবাজারের রামুতে গড়ে তোলা হচ্ছে বিকেএসপির একটি আঞ্চলিক কমপ্লেক্স। যা হবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম সম্প্রসারণ কাজ এবং জেলা ইনডোর স্টেডিয়ামের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে এমনটাই জানান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
কক্সবাজারে ক্রিকেট স্টেডিয়াম থাকলেও নেই কোনো ফুটবল স্টেডিয়াম। এ লক্ষ্যে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পরে তিনি স্টেডিয়ামের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে ঘুরে দেখেন।
জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে ১৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত হবে ইনডোর স্টেডিয়াম। যার নকশাও চূড়ান্ত করেছে সংস্থাটি। আধুনিক এই স্টেডিয়ামটিতে ব্যাডমিন্টন, বাস্কেটবলসহ সকল ধরণের ইনডোর খেলার ব্যবস্থা থাকবে। দর্শক আসন সংখ্যা রয়েছে প্রায় ৫ শতাধিক। এছাড়া শরীরচর্চার জন্য জিমনেশিয়াম থাকবে এখানে।
খেলাধূলার মাধ্যমে কক্সবাজারে পর্যটন শিল্পের বিকাশ ঘটবে, প্রত্যাশা তাদের।