মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:০১
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি বায়ার্ন-বরুশিয়া ডর্টমুন্ড

অনলাইন ডেস্ক::

বুন্দেসলিগায় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড। অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শনিবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। এ ছাড়া ইপিএলে সন্ধ্যা সাড়ে ৬টায় বার্নলির বিপক্ষে লড়বে আর্সেনাল।

বুন্দেসলিগায় সমর্থকরা সবসময় অধীর অপেক্ষায় থাকেন এমন একটা ক্ষণের জন্য। জার্মান ফুটবলের দুই সেরা দলের লড়াই। রোমাঞ্চের ছোঁয়া পরতে পরতে। মন্ত্রমুগ্ধের মতো সে স্বাদ পেতে উদগ্রীব সমর্থকরা। অপেক্ষার অবসান হচ্ছে। মাঠে নামছে দুই জায়ান্ট। বুন্দেসলিগায় গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নির্ভার বায়ার্ন মিউনিখ। এ মৌসুমে একরকম উড়ছে রেকর্ড ৩০ বারের চ্যাম্পিয়নরা। লিগে শেষ ম্যাচে কোলনের বিপক্ষে একরকম ধ্বংসযজ্ঞ চালিয়েছে হ্যান্সি ফ্লিক শিষ্যরা। ৫-১ গোলের বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ।

অ্যালিয়েঞ্জ অ্যারেনায় টানা ২১ ম্যাচ অপরাজিত বাভারিয়ানরা। সে জয়যাত্রা বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ধরে রাখার লক্ষ্য বায়ার্নের। গেল নভেম্বরে সিগনাল ইডুনা পার্কে দু’দলের শেষ দেখায় ৩-২ গোলে বায়ার্নের কাছে হেরেছিল বরুশিয়া। সে ম্যাচের সুখস্মৃতি এখনো তাজা সমর্থকদের হৃদয়ে। রবার্ট লেওয়ানডস্কির পর, আলাবা ও লে রয় সানের গোলে হয়েছিল উৎসব। এ মৌসুমেও দুর্দান্ত লেওয়ানডস্কি। পোলিশ ম্যাজিকে শিরোপার পথে ছুটছে বায়ার্নও।

২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ। দুই পয়েন্ট পেছনে আছে লাইপজিগ। নিরাপদ দূরত্ব থাকতে ডর্টমুন্ডকে কোনো সুযোগ দিতে নারাজ ফ্লিক। ইনজুরির কারণে কিছুটা চিন্তায় আছেন কোচ। কারণ খেলতে পারবেন না ডগলাস কস্তা, নিয়ানজু ও তোলিসো। অনিশ্চয়তা আছে পাভারড ও নুবেলের খেলা নিয়েও।

প্রতিপক্ষ ডর্টমুন্ড শিবিরেও এক অবস্থা। তারওপর খেলতে হবে বায়ার্নের মাঠে। খেলতে পারবেন না উইটসেল, মারসেল ও ম্যানুয়েল। সবশেষ লিগে ২০১৮ সালে লিগে বায়ার্নকে হারিয়েছিল ডর্টমুন্ড। পরিসংখ্যানে দু’দলের ১০৩ বারের দেখায় ৪৯ জয় নিয়ে এগিয়ে আছে বায়ার্নই। ২৫ জয় বরুশিয়ার। ২৯টি ম্যাচ হয়েছে ড্র।

এদিকে ইপিএলে বার্নলির বিপক্ষে লড়বে আর্সেনাল। শেষ ম্যাচে লেস্টার সিটিকে হারিয়ে ছন্দে আছে গানাররা। তবে, লিগের পয়েন্ট টেবিলের আর্সেনালের অবস্থা বড়ই করুণ। ২৬ ম্যাচে ৩৭ পয়েন্ট আর্টেটার দলের। লেস্টারের বিপক্ষে খেলতে পারেননি অবামেয়াং, ক্যাবালোস ও সাকা। এ ম্যাচে ফেরার অপেক্ষায় আছেন তারা।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা