অনলাইন ডেস্ক::
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেয়েছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়লেও, ৪৩ রানের দুর্দান্ত জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা এনেছে লঙ্কানরা।
শনিবার (৬ মার্চ) বাংলাদেশ সময় ভোরে অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কার দেওয়া ১৬১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১১৭ রানেই গুটিয়ে যায় পোলার্ডবাহিনী। লঙ্কানদের হয়ে দানুশ গুনাথিলাকা করেন সর্বোচ্চ ৫৬ রান। এ ছাড়া নিশাঙ্কার ব্যাট থেকে আসে ৩৭ রান। শেষদিকে বান্দারার ২১ আর সিলভার ১৯ রানের ওপর ভর করে ১৬১ রানের পুঁজি পায় স্বাগতিকরা।
জবাবে, দলীয় মাত্র ৯ রানে উইকেট হারায় সফরকারীরা। ৬ রান করে বিদায় নেন লুইস। এরপর ২১ রান করে ফিরে যান সিমন্স। লঙ্কান বোলারদের দাপটে ক্যারিবীয়দের পক্ষে তেমন কেউই উইকেটে থিতু হতে পারেননি। ক্যারিবীয়দের পক্ষে ওবেদ ম্যাকয় সর্বোচ্চ ২৩ রান করেন। ক্রিস গেইল করেন ১৬ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের আগেই ১১৭ রানে ইনিংস শেষ হয় তাদের।
শ্রীলঙ্কার পক্ষে হাসারাঙ্গা ও লাকশান সান্দাকান ৩টি করে উইকেট নেন। এ ছাড়া দুশমান্ত চামিরা ২টি উইকেট নেন।