মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৯
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

লঙ্কানদের হারিয়ে সিরিজ জিতে নিল পোলার্ড বাহিনী

অনলাইন ডেস্ক::

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৩ ‍উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সোমবার (৮ মার্চ) লঙ্কানদের হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ক্যারিবীয়রা।

অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কার দেওয়া ১৩২ রানের টার্গেটে খেলতে নেমে এক ওভার হাতে রেখেই জিতে যায় পোলার্ড বাহিনী। ক্যারিবীয়দের পক্ষে লেন্ডল সিমন্স করেন সর্বোচ্চ ২৬ রান। নিকোলাস পুরান করেন ২৩ রান। এ ছাড়া এভিন লুইসের ব্যাট থেকে আসে ২১ রান। শেষ দিকে ফ্যাবিয়ান অ্যালানের ৬ বলে ২১ রানের ক্যামিও ইনিংসের ওপর ভর করে ৬ বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

লঙ্কানদের পক্ষে লাকশান সান্দাকান ৩টি উইকেট নেন। এ ছাড়া হাসারাঙ্গা ও দুশমান্ত চামিরা ২টি করে উইকেট নেন।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৩১ রান তোলে শ্রীলঙ্কা। তবে শুরুতেই চাপে পড়ে যায় স্বাগতিকরা। মাত্র ৪৬ রানে ৪ উইকেট হারায় তারা। এরপর অবিচ্ছিন্ন ৮৫ রানের জুটি গড়েন দিনেশ চান্দিমাল ও অ্যাসেন বান্দারা। চান্দিমাল করেন ৪৬ বলে ৫৪ রান। আর বান্দারা ৩৫ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা