বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:২২
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ধোঁকা দিয়ে রানআউট, বিতর্কে ডি কক

স্পোর্টস ডেস্ক ::

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে লড়াই করে হেরেছে পাকিস্তান। ৩৪২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ রানে হেরেছে তারা। কিন্তু দলের পক্ষে অনবদ্য এক ইনিংস খেলেছেন ফখর জামান। ডাবল সেঞ্চুরির আশা জাগিয়েও শেষ পর্যন্ত থেমেছেন ১৯৩ রানে। দুভার্গ্যবশত রান আউটের ফাঁদে পড়ে ফিরতে হয়েছে এই বাঁহাতি ওপেনারকে।

তবে খেলা শেষে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে ফখর জামানের আউট নিয়ে। ১৫৫ বলে ১৯৩ রানের ঝলমলে ইনিংস খেলে বিদায় নেন ফখর। একের পর এক পাকিস্তানি ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে আলো ছড়াচ্ছিলেন ফখর। শেষ দিকে ম্যাচ জয়ের আপ্রাণ চেষ্টা ছিল তার। কিন্তু দুই রান নিতে গিয়ে রান আউটের ফাঁদে পড়েন। প্রোটিয়া উইকেটরক্ষক বল নিয়ে বোলারের দিকে থ্রো করার ইঙ্গিত করেন। কিন্তু বল তার গ্লাভসেই ছিল। এ সময় ফখর জামানের দৌড়ের গতি কমে এলে ডি কক রান আউট করে দেন তাকে। এরপরই জয়ের আশা শেষ হয়ে যায় পাকিস্তানের।

ফখরের রানআউট নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ফেক ফিল্ডিংয়ের অভিযোগ উঠেছে উইকেটরক্ষক ডি ককের বিরুদ্ধে, যা কোড অব কন্ডাক্টের ৪১.৫.১ ধারা ভঙ্গ। আর এর কারণে ডি ককের শাস্তিও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডি ককের চতুরতা অবলম্বনের বিষয়টিকে পাকিস্তানের সাবেকরাও বেশ সমালোচনা করেছেন। তবে মাঠের আম্পায়ার এবং আফ্রিকান ক্রিকেটাররা মনে করছেন এটি খেলারই অংশ।

দলকে জেতাতে না পারলেও রেকর্ড গড়া ইনিংসে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন ফখর জামান। এদিকে, ম্যাচ শেষে নিজের আউটের জন্য ডি ককের চতুরতা নয়, বরং নিজের ভুলকেই দুষছেন তিনি।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১’এ সমতা বিরাজ করছে। সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে বুধবার (৭ এপ্রিল) সেঞ্চুরিয়ানে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা