মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১২:০৪
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

অ্যাঞ্জার্সকে বিধ্বস্ত করে সেমিতে পিএসজি

স্পোর্টস ডেস্ক ::

চ্যাম্পিয়ন্স লিগ। লিগ ওয়ান। ফ্রেঞ্চ কাপ। পিএসজি উড়ছেই। নিজেদের ফর্মের তুঙ্গে থাকা পচেত্তিনো শিষ্যরা এবার ফরাসি কাপে অ্যাঞ্জার্সকে ৫-০ গোলে উড়িয়ে দিল।

শুরু থেকে অ্যাঞ্জার্সকে চাপে রাখা পিএসজি নয় মিনিটে ইকার্দির দারুণ গোলে এগিয়ে যায়। ডি-বক্সের বাইরে থেকে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের বাঁ পায়ের শট জাল খুঁজে নেয়।

২৩ মিনিটেই ব্যবধান দ্বিগুণ হয়। তবে তাতে নিজেদের চেয়ে প্রতিপক্ষের অবদান বেশি। আত্মঘাতী গোল করে বসেন ফরাসি ডিফেন্ডার ভিসো মাসো।

দ্বিতীয়ার্ধে অ্যাঞ্জার্সের উপর আরও চড়াও হয় দ্যা প্যারিসিয়ানরা। চার মিনিটের মধ্যে আরও দুই গোল করে মাতে ছেলেখেলায়। যার একটি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের।

শেষ দিকে পিএসজির আক্রমণের গতি কিছুটা কমে। তবে শেষ সময়ে হ্যাটট্রিক পূরণের সঙ্গে দলের বড় জয় নিশ্চিত করেন ইকার্দি। তাতে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে ফরাসি কাপের টিকিট কাটল পিএসজি।

এদিকে, ইংলিশ প্রিমিয়ার অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের ২০ সেকেন্ডের মাথায় গোল হজম করে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে সিটির জালে এর চেয়ে কম সময়ে বল গেছে কেবল আর একবার।

শুরুর ধাক্কা সামলে ম্যাচে দাপটে ফুটবল খেলতে থাকা সিটিজেনরা ফের ধাক্কা খায়। বিরতির আগে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার জন স্টোনস। ১০ জনের দলে পরিণত হয় টেবিল টপাররা।

৪০ মিনিটে আসে এগিয়ে যায় সিটিজেনরা। স্কোরার স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দু’দল।

৫৭ মিনিটে ফোডেনকে ফাউল করায় লাল কার্ড পেলে অ্যাস্টনও পরিণত হয় ১০ জনের দলে। তারপর ম্যাচে বাকি সময় গোলহীন। তাতেই সব প্রতিযোগিতা মিলিয়ে প্রতিপক্ষের মাঠে এটি তাদের ক্লাব রেকর্ড টানা ১৬ জয়, অপরাজিত টানা ১৯ ম্যাচ। এই জয়ে লিগ পুনরুদ্ধারের অভিযানে ১১ পয়েন্টে এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা