স্পোর্টস ডেস্ক ::
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না সানরাইজার্স হায়দ্রাবাদের। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে তারা। দলের এমন পারফরমেন্সের কারণে টুর্নামেন্টের মাঝপথে হঠাৎই অধিনায়কের দায়িত্ব ছাড়লেন ডেভিড ওয়ার্নার। এখন থেকে দলটির নেতৃত্বে দেখা যাবে কেন উইলিয়ামসনকে।
শনিবার (০১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এছাড়া বিদেশি ক্রিকেটারদের নতুন কম্বিনেশনে তারা খেলাবে বলেও জানায়।
চলতি আসরে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না ওয়ার্নারের। ৬ ম্যাচে তিনি করেছেন মাত্র ৯৩ রান। যেখানে সর্বোচ্চ ৫৭ রান।
এর আগে ২০১৮ সালে বল টেম্পারিং কাণ্ডে ওয়ার্নার নিষিদ্ধ হলে হায়দ্রাবাদের দায়িত্ব পেয়েছিলেন উইলিয়ামসন।
পয়েন্ট টেবিলে মাত্র ২ পয়েন্ট নিয়ে সবার তলানিতে অবস্থান সানরাইজার্স হায়দ্রাবাদের।