স্পোর্টস ডেস্ক ::
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন হোম সিরিজ সামনে রেখে প্রথমবারের মতো প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর অধীনে অনুশীলনে নামছে টাইগাররা। কোয়ারেন্টাইনে থাকায় অনুশীলনে যোগ দিতে পারবেন না সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
শুক্রবার (৭ মে) দুপুর ২টা থেকে শুরু হওয়ার কথা এই অনুশীলন।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরে গত মঙ্গলবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। আগামী ২৩ মে মিরপুরে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। তার প্রস্তুতি হিসেবে পুরো দল প্রধান কোচের অধীনে অনুশীলনে নামছে।
এর আগে প্রাথমিক স্কোয়াডের দেশে অবস্থান করা ক্রিকেটাররা অনুশীলন শুরু করেন। যার তত্ত্বাবধানে ছিলেন মিজানুর রহমান বাবুল ও তালহা জুবায়ের। এবার সাকিব-মোস্তাফিজ বাদে দলের বাকিরা শুরু করছেন অনুশীলন।