বিশেষ প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরায় মাঝিরঘাট-শিমুলিয়া নৌপথে ট্রলারডুবির ঘটনায় খাদিজা আক্তার নামে আড়াই বছর বয়সের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ মে) রাতে জাজিরার বাবুরচর এলাকার পদ্মা নদীর চর থেকে ওই শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেন নৌপুলিশ সদস্যরা।
এ ঘটনায় এখনো দুইজন নিখোঁজ রয়েছে। জাজিরা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীরা নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছেন।
বৈরি আবহাওয়ার কারণে গত ২৫ মে থেকে জাজিরা ঘাট থেকে সবধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। ২৭ মে বিকেলে কিছু লোক জাজিরার পূর্ব নাওডোবা জিরো পয়েন্ট থেকে ট্রলারে করে পদ্মানদী পার হয়ে মাওয়া শিমুলিয়া ঘাটে যাওয়ার পথে ট্রলারটি পালেরচর এলাকায় মাঝ নদীতে গেলে ঢেউয়ের কবলে ডুবে যায়।
খবর পেয়ে জাজিরা নৌ-পুলিশ, ফায়র সার্ভিস কর্মী ও স্থানীয়রা এসে উদ্ধার কাজ শুরু। এ সময় ১১ ব্যক্তিকে জীবিত উদ্ধার করে উদ্ধার কর্মীরা। আব্দুর রহমান আকন্দ (৭০) নামে একজন মুক্তিযুদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুর রহমান আকন্দ জাজিরা উপজেলার ফকির মাহম্মুদ আকন্দ কান্দি গ্রামের বাসিন্দা।