মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীর সফিপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে যুবককে কুপিয়ে আহত করার ঘটনায় থানায় অভিযোগ দায়ের। হাসপাতালে ভর্তি আহত সুত্রে জানাগেছে, মুলাদীর সফিপুর ইউনিয়নের বালিয়াতলি গ্রামের আঃ রশিদ হাওলাদারের সাথে একই গ্রামের আলফাজ উদ্দিন হাওলাদার গংদের সাথে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে শুক্রবার দিবাগত রাত ১০টা ৩০মিনিটের সময় রশিদ হাওলাদারের পুত্র আঃ হাকিম হাওলাদার (২৭) বাড়ী ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাতে রাস্থার মধ্যে তার উপর সন্ত্রাসী হামলা চালায় আলফাজ উদ্দিন হাওলাদারের পুত্র ইউসুফ হাওলাদার, মৃত মিরাজ হাওলাদারের পুত্র বেল্লাল হাওলাদার, ইয়াসিন হাওলাদার, ইয়ামিন হাওলাদার, ইউসুফ আলী হাওলাদারের পুত্র সাব্বির হাওলাদার, আকরাম হাওলাদার। সন্ত্রসাী হামলায় গুরুতর আহত হাকিম হাওলাদারের ডাক চিৎকারে তার বাবা রশিদ হাওলাদার ও চাচা মোয়াজ্জেম হাওলাদার ছুলে আসলে তাদেরকেও মারপিঠ করে তারা।
পরবর্তিতে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত হাকিম হাওলাদারকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করেন। এঘটনায় মুলাদী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন হাকিম হাওলাদার পরিবার।