মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:১৩
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন রিয়া

অনলাইন ডেস্ক::

সুশান্তের মৃত্যুর পর মাদক মামলায় গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তীকে। রিয়ার পাশাপাশি তার ভাই সৌভিক চক্রবর্তীকেও গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। ২৮ দিন জেলে থাকার পর জামিন পান ‘জেলেবি’ অভিনেত্রী। জামিন পেয়ে জেল থেকে বের হওয়ার পর সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় দেখা যায় অভিনেত্রীকে।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ এক প্রতিবেদনে জানায়, জিম থেকে বের হতে গিয়ে সাংবাদিকদের সামনে পড়ে যান রিয়া চক্রবর্তী। ক্যামেরার ফ্ল্যাশ এড়াতে না পেরে শেষ পর্যন্ত মুখ খোলেন রিয়া। তিনি স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন বলে জানান।

ঘটনার পরপরই পরিচালক রুমি জাফরি মুখ খোলেন রিয়া চক্রবর্তীকে নিয়ে। রুমি জাফরি বরাতে ওই প্রতিবেদনে আরো বলা হয়, রিয়া ঠিক হওয়ার চেষ্টা করছেন। আর কয়েক দিনের মধ্যেই মুক্তি পাবে রিয়া চক্রবর্তীর নতুন ছবি ‘চেহরে’। ওই ছবিতে অমিতাভ বচ্চন এবং ইমরান হাশমির সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন রিয়া। চেহরের মাধ্যমেই অভিনেত্রী বলিউডে আবার নিজের জায়গা ফিরে পাবেন বলেও আশা প্রকাশ করেন রুমি জাফরি।

এদিকে জেল থেকে বের হওয়ার পর মুম্বইতে নতুন বাড়ি খুঁজছেন রিয়া চক্রবর্তী। সম্প্রতি ভাই সৌভিক চক্রবর্তীকে নিয়ে মুম্বইয়ের রাস্তায় দেখা যায় রিয়াকে। নতুন বাড়ি খোঁজার জন্যই রিয়া এবং সৌভিক একসঙ্গে বের হন বলে জানা যায়।

জামিন থেকে মুক্তি পেলেও, রিয়াকে এখনও নিয়মিতই থানায় হাজিরা দিতে হয়। পাশাপাশি সুশান্ত মামলার সুরাহা না হওয়া পর্যন্ত রিয়া চক্রবর্তী মুম্বই ছেড়ে দেশের বাইরে কোথাও যেতে পারবেন না বলেও জানিয়ে দেওয়া হয়।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা