মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৫
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

অনলাইন ডেস্ক::

যৌথ প্রযোজনায় অনেক তারকাই অভিনয় করেছেন। এতে করে অন্য দেশে অভিনয়ের সুযোগ মিলেছে তাদের। তবে বাংলাদেশেই এমন অনেক তারকা আছে, যারা যৌথ প্রযোজনা ছাড়াই অন্য ভাষায় অন্য দেশে অভিনয় করেছেন। তবে এ ধারা নতুন নয়, এর আগে অঞ্জনা থেকে শুরু করে আরও অনেক অভিনেত্রীকেই দেখা গেছে দেশের বাইরে অভিনয় করতে। অনেক বলিউড তারকা যেমন হলিউডে নাম লিখিয়েছেন তেমনি অনেক ঢালিউড তারকাও ভারতীয় ইন্ডাস্ট্রিতে নাম লিখিয়েছেন, তেমনি এবার তামিল মুভিতে নাম লিখিয়েছেন তিন বাংলাদেশি অভিনেত্রী। তারা হলেন, মেঘলা মুক্তা, মিষ্টি জান্নাত ও শান্তা পাল।

মেঘলা মুক্তা। বাংলাদেশের একজন উঠতি মডেল ও অভিনেত্রী। তিনি তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচিত হয়ে উঠেছেন। ২০১৯ সালে মেঘলা মুক্তা অভিনীত প্রথম তামিল সিনেমা ‘সাকালাকালা ভাল্লাবুড়ু’ প্রায় ১৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। জুটি বেঁধেছিলেন তানিস্ক রেড্ডির সঙ্গে। গত বছরের শেষে তিনি দ্বিতীয় তামিল সিনেমা ‘ইয়েরা চেরা’র শুটিং শুরু করেন। করোনার কারণে এই সিনেমার মুক্তি পিছিয়ে গেছে।

মিষ্টি জান্নাত। বাংলাদেশের জনপ্রিয় নায়িকা। তিনিও নাম লিখিয়েছেন তামিল ইন্ডাস্ট্রিতে। থাইল্যান্ডে ‘রংবাজ খিলারী’র শুটিং করছেন তিনি। সত্যপ্রকাশ পরিচালিত এ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন তামিল নায়ক রাকেশ ও বান্টি ব্যানার্জি। সিনেমাটি তামিল ও ভোজপুরি ভাষায় মুক্তি পাবে বলে জানা যায়।

শান্তা পাল। দেশের একজন পরিচিত মডেল ও অভিনেত্রী তিনি। ছোট পর্দাতে দেখা মিলেছিল তার। করোনা মহামারির আগেই তেলেগু সিনেমায় নাম লেখান। অডিশন, লুক টেস্ট দিয়ে মার্চ মাসের দিকে ভারত থেকে দেশে ফেরেন তিনি। এরপরই শুরু হয় লকডাউন। এ কারণে ৩৫ দিনের শুটিং শিডিউল দিয়েও কাজে যোগ দিতে পারেননি শান্তা। তেলেগু ভাষার এই সিনেমার নাম ‘ইয়ে রা লা ভা’। সিনেমাটি পরিচালনা করছেন বিশ্বনাথ রাও।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা