বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৭
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বিজেপিতে যোগদান প্রসঙ্গে যা বললেন দেব

বিনোদন ডেস্ক::

ভোটের আগে গরম পশ্চিমবঙ্গের রাজনীতির মাঠ। সে গরমের আঁচ লেগেছে টলিপাড়ায়। তারকাদের অনেকেই যোগ দিয়েছেন রাজনীতিতে। কেউ আবার করেছেন দলবদল। এসব নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে টালিগঞ্জে।

রোববার (৭ মার্চ) বিজেপিতে যোগ দিয়েছেন মেগাস্টার মিঠুন চক্রবর্তী। এরপরই টলিপাড়ায় গুঞ্জন উঠেছে- মিঠুনের পথে হাঁটছেন দেব। তৃণমূলের এ সাংসদ ভোটের আগে করতে পারেন দলবদলে। যোগ দিতে পারেন বিজেপিতে।

এ প্রসঙ্গে জানতে চাইলে সংবাদ মাধ্যমকে দেব বলেন, ‘আমার কানেও খবরটা এসেছে। আসলে এটা ইচ্ছা করে রটানো হচ্ছে। আমার তেমন কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নেই। দিদি (মমতা ব্যানার্জি) আমার জন্য করেছেন, আমায় যে সম্মান দিয়েছেন, তাতেই আমি খুশি।’

সাংসদ ও অভিনেতা দেব এ খবরকে উড়িয়ে দিলেও বিষয়টি একেবারেই উড়াতে চাইছেন না টলিপাড়ার অনেকে। তাদের ধারণা মিঠুন চক্রবর্তীর পথেই হাঁটতে পারেন দেব। তবে আগামী কয়েকদিনের মধ্যে বিষয়টি পরিষ্কার হবে বলে মনে করছেন অনেকে।

২০১৪ সালে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলে যোগ দিয়েছেন দেব। তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিজের নির্বাচনী এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এ অভিনেতা।

এদিকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন একাধিক তারকা। তাদের মধ্যে আছেন মিঠুন চক্রবর্তী, শ্রাবন্তী চ্যাটার্জি, রুদ্রনীল ঘোষ, হিরণ চ্যাটার্জি। আর নতুন করে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন যশ দাশগুপ্ত, পায়েল সরকার, তনুশ্রী চক্রবর্তী, ফুটলবলার দীপেন্দু বিশ্বাসসহ অনেকে।

সূত্র: সংবাদ প্রতিদিন

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা