বৃহস্পতিবার, ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:২১
শিরোনাম :
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে পটুয়াখালী ভার্সিটিতে বিক্ষোভ মিছিল। নলছিটিতে মা ও ছেলের ইসলাম ধর্ম গ্রহণ জুলাই গন অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বেলালকে সরকারি সহায়তার চেক প্রদান। ভাবির সঙ্গে পরকিয়া, যৌতুকের দাবিতে শিশু সন্তানসহ ঘরছাড়া স্ত্রী সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত

তীব্র যন্ত্রণায় শ্রাবন্তী!

অনলাইন ডেস্ক::

গত কিছু দিন প্রচুর ব্যস্ত সময় কাটিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নির্বাচনে ছিলেন বিজেপির প্রার্থী। তার বিপরীতে প্রার্থী ছিলেন তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়। নির্বাচন শেষ হয়েছে, এবার পালা ফলাফলের। নির্বাচনের চূড়ান্ত ফলাফল আসবে ২ মে। তবে তার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন আবেগঘন পোস্ট।

ইনস্টাগ্রাম স্টোরিতে এই অভিনেত্রী লিখেছেন, ‘প্রত্যেক সফল মানুষের ভেতর তীব্র যন্ত্রণা লুকিয়ে থাকে। আবার প্রত্যেক ব্যথাকাতুর কাহিনীরও সফল সমাপ্তি হয়। ব্যথাকে আপন করে নিন আর সাফল্যের জন্য প্রস্তুত থাকুন।’

নির্বাচনে লড়াইয়ে নামার আগে ব্যক্তি জীবন নিয়েও কম লড়াই করেননি শ্রাবন্তী। কম বয়সেই টলিউড পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন তিনি। রাজীব-শ্রাবন্তীর ছেলের নাম ঝিনুক। রাজীবের সঙ্গে আইনি বিচ্ছেদের পর মডেল কৃষাণ ব্রজের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। বেশিদিন টেকেনি সেই সম্পর্ক। তারপর শ্রাবন্তীর জীবনে আসেন রোশন সিং। কিন্ত সেই সম্পর্কেও তিক্ততা আসে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আনফলো করার পর একে অন্যকে পরোক্ষে কটূক্তি করার কোনও সুযোগ ছাড়েননি শ্রাবন্তী-রোশন। অবশ্য শ্রাবন্তী বিজেপিতে যোগ দেওয়ার পর তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন রোশন। তবে দু’জনের কাছাকাছি আসার বা আইনি বিচ্ছেদের কোনও খবর এখনও পর্যন্ত শোনা যায়নি।

সূত্র: সংবাদ প্রতিদিন

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা