বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০৫
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সন্তান জন্মের আবার প্রকাশ্যে এলেন বিরাট-আনুশকা

বিনোদন ডেস্ক-

মা হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে এলেন আনুশকা শর্মা। জীবনের দ্বিতীয় অধ্যায়ের শুরুতে বিরাট কোহলির সঙ্গেই প্রথম প্রকাশ্যে আসেন আনুশকা। সন্তানের জন্মের পর বিরুস্কা ওই ছবি প্রকাশ্যে আসতে না আসতেই তা ভাইরাল হয়ে যায়।

গত ১১ জানুয়ারি কন্যা সন্তানের মা হন আনুশকা শর্মা। সন্তানের জন্মের পর সুখবর নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন বিরাট কোহলি। পাশাপাশি তিনি এও জানিয়ে দেন, সন্তানের জন্মের পর তারা জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। জীবনের এই নতুন ইনিংসে যাতে প্রত্যেকে তাদের পাশে থাকেন, সেই আবেদন জানান বিরাট।

পাশাপাশি, তাদের সন্তানের ছবি যাতে প্রকাশ্যে না আসে, সে বিষয়ে গণমাধ্যমের সাহায্য চান বিরাট-আনুশকা। পাশাপাশি মিডিয়া হাউসগুলোতে উপহার পাঠিয়ে মেয়ের ছবি না তোলার অনুরোধও জানান বিরাট কোহলি।

এদিকে বিরুস্কার সন্তানের জন্মের পর বিরাটের দাদা বিকাশ কোহলি একটি ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তা দেখে অনেকেই বিরাট-কন্যার ছবি বলে মন্তব্য করেন। যা নিয়ে জল্পনা শুরু হলে, পাল্টা স্ট্যাটাস শেয়ার করেন বিকাশ কোহলি।

তিনি বলেন, তার শেয়ার করা ছবিকে যারা বিরাট-আনুশকা মেয়ে বলে মন্তব্য করছেন, তারা ঠিক নন। তিনি যে ছবি শেয়ার করেন, তা বিরাটের মেয়ের নয় বলে স্পষ্ট জানিয়ে দেন বিকাশ কোহলি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা