মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২১
শিরোনাম :
চট্টগ্রামে রাতে নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৫ জাহাজের মধ্যে মরদেহ- হাসপাতালে মারা গেলেন আরও ২ জন ঢাকায় এডিস মশাবাহিত জিকা ভাইরাসের রোগী শনাক্ত মিয়ানমারের আরও এক গুরুত্বপূর্ণ শহরের দখল নিলো বিদ্রোহী গোষ্ঠী দেশে ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু- শনাক্ত আরও ১০৭৯ ফারুকীরা কীভাবে উপদেষ্টা পরিষদে আসেন? প্রশ্ন করলেন সারজিস মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ সফল সিরাজগঞ্জের দুই তরুন পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসায় উদ্বিগ্ন ভারত দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হলো “সিরাজগঞ্জ এক্সপ্রেস” ট্রেন গাজীপুরে ধুমপানমুক্ত বাংলাদেশ চাই সোসাইটির কমিটি ঘোষনা

শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা নিয়ন্ত্রণ করবে রোবট

  অনলাইন ডেস্ক::

আল্ট্রাভায়োলেট রশ্মীর মাধ্যমে করোনা ধ্বংসে এবার রোবট উদ্ভাবন করেছে চীনের রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইয়োবিটেক। শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহারের জন্যই মূলত এই রোবট তৈরি করেছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের ডেলওয়্যারে পরীক্ষামূলক প্রকল্পে এই রোবটের ব্যবহার শুরু হয়েছে।

করোনার কারণে বিশ্বের অধিকাংশ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানই বন্ধ। এর মধ্য দিয়ে দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কা করে আসছেন বিশেষজ্ঞরা। তবে স্বাস্থ্যবিধি মেনে করোনার মধ্যেই বিকল্প ব্যবস্থায় স্কুল খুলে দিতে নানা পদক্ষেপ ও প্রকল্পে নিরলস কাজ করে যাচ্ছেন বিজ্ঞানীরা।

এবার শিক্ষাপ্রতিষ্ঠানে রোবট দিয়ে করোনা নিয়ন্ত্রণের কথা জানিয়েছে চীনভিত্তিক রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইয়োবিটেক। আল্ট্রা ভায়োলেট রশ্মি দিয়ে করোনা ধ্বংসের প্রকল্প হাতে নিয়েছেন তারা। সেন্সরের মাধ্যমে ক্লাসরুম জীবাণুমুক্ত করবে এই রোবট। রোবট থেকে নির্গত আল্ট্রাভায়োলেট লাইট ৯৯ শতাংশ করোনার আরএনএ ও ডিএনএ’র বিরুদ্ধে কাজ করতে সক্ষম বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা।

ইয়োবিটেকের ব্যবস্থাপক জন রি জানান, ‌‌‌‌এডিবট মূলত দুটি রোবট। একটি নিজে নিজে চলতে পারে অপরটি স্থির। কয়েকটি স্তরের মাধ্যমে আমরা নিরাপত্তা নিশ্চিত করবো। সেন্সর ব্যবহার করে এটি স্প্রে করবে।

পাইলট প্রজেক্ট হিসেবে এরইমধ্যে যুক্তরাষ্ট্রের ডেলওয়্যারে চারটি রোবট কাজে লাগানো হয়েছে। এর মাধ্যমে রোবটের কার্যক্ষমতা ও ব্যয়ের হিসেব নিকেশ করে দেখা হচ্ছে। শিশুদের নিরাপদ রেখে স্কুল খুলে দেয়ার অংশ হিসেবেই পরীক্ষামূলক এই প্রকল্প বলে জানায় স্কুল কর্তৃপক্ষ।

‘আমাদের সবার আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কেননা কেউ নিরাপদ বোধ না করলে পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না। শিক্ষকদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য।’এডিবটের স্থির রোবটের দাম পড়বে ২০ হাজার ডলার অন্যদিকে চলনশীল রোবটের দাম পড়বে ৪০ হাজার ডলার।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা