বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৩১
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

‘নবাব এলএলবি’র ১১ দৃশ্যে পরিবর্তন করতে বলল সেন্সর বোর্ড

অনলাইন ডেস্ক::

১১টি আপত্তিকর দৃশ্যের কারণে সেন্সরে আটকে গেছে অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘নবাব এলএলবি’। এ ১১টি দৃশ্য বাদ দিয়ে আবার সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার জন্য চিঠি দেয়া হয়েছে ছবিটির পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানকে।

২০১০ সালের ১৬ ডিসেম্বর ওটিটি প্লাটফর্ম ‘আই থিয়েটারে’ মুক্তি দেওয়া হয়েছিল ‘নবাব এলএলবি’ সিনেমাটির অর্ধেক অংশ। বাকি অংশ এ বছরের শুরুতে মুক্তি দেওয়ার কথা ছিল।

জানা গেছে, সেন্সর বোর্ডের দেওয়া চিঠিতে ওই ১১টি আপত্তিকর দৃশ্য বাদ দিয়ে নতুনভাবে সংযোজন করে সেন্সরে জমা দেওয়ার জন্য পরিচালক ও প্রযোজককে জানানো হয়েছে। তা নাহলে কোনোভাবেই এই সিনেমা সেন্সর ছাড়পত্র দেওয়া সম্ভব হবে না।

এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক অনন্য মামুন সংবাদমাধ্যমকে বলেন, সিনেমার ‘নারী ধর্ষণ মানে স্বাধীনতাকে হত্যা’ এমন সংলাপে কেন আপত্তি তোলা হয়েছে বুঝতে পারছি না। সিনেমার একটি গানের কথাও ঠিক করতে বলা হয়েছে। এইগুলো ঠিক করলে কিছুই থাকে না ছবির। সেন্সর বোর্ড যে  ১১ জায়গায় আপত্তি করেছে সেগুলো বাদ দিয়ে আবার ‘নবাব এলএলবি’ জমা দেব।

গত বছর, ‘নবাব এলএলবি’ সিনেমার সংলাপে পুলিশকে হেয় করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধা। বর্তমানে তারা দুজনই জামিনে আছেন।

এই সিনেমায় অভিনয় করেছেন- শাকিব খান, শহিদুজ্জামান সেলিম, অর্চিতা স্পর্শিয়া, মাহিয়া মাহি, রাশেদ মামুন অপু, সুমন আনোয়ার, শাহেদ আলী, শাহীন মৃধা।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা