অনলাইন ডেস্ক::
১১টি আপত্তিকর দৃশ্যের কারণে সেন্সরে আটকে গেছে অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘নবাব এলএলবি’। এ ১১টি দৃশ্য বাদ দিয়ে আবার সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার জন্য চিঠি দেয়া হয়েছে ছবিটির পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানকে।
২০১০ সালের ১৬ ডিসেম্বর ওটিটি প্লাটফর্ম ‘আই থিয়েটারে’ মুক্তি দেওয়া হয়েছিল ‘নবাব এলএলবি’ সিনেমাটির অর্ধেক অংশ। বাকি অংশ এ বছরের শুরুতে মুক্তি দেওয়ার কথা ছিল।
জানা গেছে, সেন্সর বোর্ডের দেওয়া চিঠিতে ওই ১১টি আপত্তিকর দৃশ্য বাদ দিয়ে নতুনভাবে সংযোজন করে সেন্সরে জমা দেওয়ার জন্য পরিচালক ও প্রযোজককে জানানো হয়েছে। তা নাহলে কোনোভাবেই এই সিনেমা সেন্সর ছাড়পত্র দেওয়া সম্ভব হবে না।
এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক অনন্য মামুন সংবাদমাধ্যমকে বলেন, সিনেমার ‘নারী ধর্ষণ মানে স্বাধীনতাকে হত্যা’ এমন সংলাপে কেন আপত্তি তোলা হয়েছে বুঝতে পারছি না। সিনেমার একটি গানের কথাও ঠিক করতে বলা হয়েছে। এইগুলো ঠিক করলে কিছুই থাকে না ছবির। সেন্সর বোর্ড যে ১১ জায়গায় আপত্তি করেছে সেগুলো বাদ দিয়ে আবার ‘নবাব এলএলবি’ জমা দেব।
গত বছর, ‘নবাব এলএলবি’ সিনেমার সংলাপে পুলিশকে হেয় করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধা। বর্তমানে তারা দুজনই জামিনে আছেন।
এই সিনেমায় অভিনয় করেছেন- শাকিব খান, শহিদুজ্জামান সেলিম, অর্চিতা স্পর্শিয়া, মাহিয়া মাহি, রাশেদ মামুন অপু, সুমন আনোয়ার, শাহেদ আলী, শাহীন মৃধা।