বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪১
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কঙ্গনার এক দৃশ্যে ব্যয় ২৫ কোটি রুপি! (ভিডিও)

অনলাইন ডেস্ক::

ধকড়’ সিনেমার চিত্রায়ণ নিয়ে এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। শুটিং সেটের কিছু ছবি ও ভিডিও নিজের ফেসবুকে শেয়ারও করেছেন এ অভিনেত্রী। তাতে অ্যাকশন দৃশ্যে অংশে নিতে দেখা গেছে কঙ্গনাকে।

শুটিংয়ের ছবি শেয়ার করে অভিনেত্রী জানিয়েছেন, এই দৃশ্যটির জন্য খরচ হয়েছে ২৫ কোটি ভারতীয় রুপি। গত শুক্রবার টুইটারে শেয়ার করা ভিডিও ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমি এমন কোনো পরিচালক দেখিনি, যিনি মহড়ার জন্য এত সময় আর গুরুত্ব দেন। আগামীকাল রাত থেকে সবচেয়ে বড় অ্যাকশন দৃশ্য শুট করা হবে। তার প্রস্তুতি দেখে আমি হতবাক হয়ে গেছি। আমি অনেক কিছু শেখার সুযোগ পাচ্ছি। ২৫ কোটি রুপির বেশি শুধু একটা অ্যাকশন দৃশ্যের জন্যই খরচ করা হচ্ছে।’

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, স্পাই অ্যাকশন ধাঁচের সিনেমা ‘ধকড়’। রজনীশ রাজি ঘাই পরিচালনা করছেন সিনেমাটি। এতে গুপ্তচরের ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা। সিনেমার একাধিক অ্যাকশন দৃশ্যে কঙ্গনা নিজেই অংশ নিতে চেয়েছিলেন কিন্তু পরিচালক ঝুঁকি নিতে রাজি হননি। কঙ্গনার মতো শারীরিক গঠনের একজন স্ট্যান্টউইম্যান নিয়ে আসা হয়েছে বুলগেরিয়া থেকে।

‘ধকড়’ সিনেমায় কঙ্গনার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অর্জুন রামপাল ও দিব্য দত্ত। চলতি বছর ১ অক্টোবর মুক্তি পাওয়া কথা রয়েছে সিনেমাটির। সেভাবে কাজ চালিয়ে নিচ্ছে পুরো টিম। এদিকে, এরই মধ্যে ‘থালাইভা’ সিনেমার চিত্রায়ণ শেষ করেছেন কঙ্গনা। এছাড়া তার হাতে রয়েছে ‘তেজস’ শিরোনামের একটি সিনেমা।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা