বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৬
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পরীমনিকে রক্ত দিয়ে ‘আই লাভ ইউ’ লেখা কার্ড পাঠিয়েছিল ছেলেটি

বিনোদন ডেস্ক::

ঢাকাই সিনেমার লাস্যময়ী অভিনেত্রী পরীমনি। নবম শ্রেণিতে পড়ার সময়ই প্রথম প্রেমের প্রস্তাব পান। পরীমনি তখন পিরোজপুর ভগিরাতপুর মাধ্যমিক স্কুলে পড়তেন। ওই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন তার নানা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সুন্দরী এ নায়িকা। প্রথম ভালোবাসা কবে এসেছিল? এমন প্রশ্নের উত্তরে এ নায়িকা বলেন, ‘ক্লাস নাইনে থাকতে প্রথম প্রেম প্রস্তাব পেয়েছিলাম। জুলিয়া নামে আমার এক বান্ধবীর কাছে জানতে পারি, পাশের গ্রামের এক ছেলে আমাকে পছন্দ করে। মোটরসাইকেল নিয়ে স্কুলের দূরে দাঁড়িয়ে থাকত। এভাবে দাঁড়িয়ে থাকা দেখে ওর প্রতি আমার মায়া হলো। সিদ্ধান্ত নিলাম, ছেলেটির সঙ্গে কথা বলব। হঠাৎ একদিন ছেলেটি জুলিয়াকে দিয়ে একটা কার্ড পাঠায়। সেখানে রক্ত দিয়ে লেখা, আই লাভ ইউ।’

প্রথম চিঠি পাওয়ার অনুভূতি কেমন ছিল? উত্তরে পরীমনি বলেন, ‘এ অনুভূতি আমার নিজের কাছেই থাক। ভালো লাগার কিছু মুহূর্ত নিজের ভেতর জিইয়ে রাখতে আলাদা আনন্দ আছে। বিরহ বা মজার আনন্দ।’

২০১৫ সালে অভিনয় ক্যারিয়ার শুরু করেন পরীমনি। ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় তার। শুরুর বছরই একডজন সিনেমা মুক্তি পেয়েছিল পরীর। রীতিমতো ফিল্মপাড়ায় আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি। বাণিজ্যিক সিনেমার পাশাপাশি সম্প্রতি ভিন্নধারা সিনেমাতেও অভিনয় করছেন লাস্যময়ী এ সুন্দরী।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা