অনলাইন ডেস্ক::
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে ২ মে। এবার বিপুল আসনে জয়লাভ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিসেবে গত বুধবার (৫ মে) শপথ নিয়েছেন মমতা।
তার শপথ নেয়ার একদিন পর ভোটপ্রচারে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে মিঠুন চক্রবর্তী ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) কলকাতা ও পুরুলিয়ায় পৃথক দুটি মামলা করেছে তৃণমূল। এমনটাই জানা গেছে বিভিন্ন গণমাধ্যম সূত্রে।
কলকাতার মানিকতলা থানায় মামলা করা হয় মেগাস্টার মিঠুন চক্রবর্তীর নামে। উত্তর কলকাতার যুব তৃণমূল কংগ্রেস এ মামলাটি করে। অভিযোগে বলা হয়, মিঠুন চক্রবর্তী ও দিলীপ ঘোষ উসকানিমূলক বক্তব্য দিয়ে তৃণমূলকে হেয় করেছেন। রাজ্য রাজনীতি উত্তপ্ত করেছেন। মিঠুন চক্রবর্তী সিনেমার ডায়লগ দিয়ে সাধারণ মানুষকে উসকানি দিয়েছেন।
ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন। ৭ মার্চ কলকাতায় মোদির সমাবেশে দেখা গিয়ে তাকে। বক্তব্যও রেখেছিলেন তিনি। তারপর অনেকে ভেবে ছিলেন, মিঠুনকে প্রার্থী করা হবে। কিন্তু তা হয়নি। প্রার্থী না হলেও ভোট প্রচারে বেশ সরব ছিলেন এ অভিনেতা।